হরিয়ানার ন্যাশনাল ইনস্টিটিউট অব ফুড টেকনোলজি এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টে আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, এমবিএ ও পিএইচডি প্রোগ্রামে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে৷ এটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক, ভারত সরকার-এর অধীনে একটি স্বশাসিত প্রতিষ্ঠান (ডিমড টু বি ইউনিভার্সিটি)৷
যে সমস্ত কোর্স করানো হয় সেগুলি হল— ১. আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম: ফুড টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট বিটেক ডিগ্রি, খাদ্য শিল্পের জন্য টেকনো-ম্যানেজার গড়ে তোলার লক্ষ্যে চার বছরের নিয়মিত ডিগ্রি৷ মোট আসনসংখ্যা ১৬৯৷
পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম: এমটেক ডিগ্রি: ফুড টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট, ফুড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, ফুড প্ল্যান্ট অপারেশনস ম্যানেজমেন্ট৷ কোর্সের মেয়াদ ২ বছর৷ আসন সংখ্যা প্রতিটি এমটেক প্রোগ্রামে ১৬টি৷
পিএইচডি: এগ্রিকালচচার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, বেসিক অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস, ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি৷ আসনসংখ্যা ৩০৷
এমবিএ: ফুড অ্যান্ড এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট (বাধ্যতামূলক) সঙ্গে মার্কেটিং/ ফিনান্স/ ইন্চারন্যাশনাল বিজনেস—এর যে-কোনও একটি৷ আসনসংখ্যা ৩০৷
স্কলারশিপ/ ফেলোশিপ/ আর্থিক সহায়তা: বিটেক/ এমটেক: এনআইএফটিইএম-এর মেধাবী ছাত্র-ছাত্রীদের টিউশন ফি বাদ দেওয়া হবে এবং এনেআইএফটিইএম মেরিট স্কললারশিপ এবং এনআইএফটিইএম মেরিট-কাম-মিনস স্কলারশিপ, ইন্ডাস্ট্রি ফান্ডেড স্কলারশিপ-এর আকারে নির্দিষ্ট মাসিক স্টাইপেন্ডের ব্যবস্থা৷
এমটেক: এআইসিটিই স্কলারশিপ-জিএটিই যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের জন্য৷ পিএইচডি: পুরো সময়ের পিএইচডি প্রোগ্রামে এনরোলড কয়েকজন মনোনীত প্রার্থীদের এনআইএফটিইএম পিএইচডি ফেলোশিপ দেওয়া হবে৷ এই ধরনের ফেলোশিপ স্পনসর্ড/ আংশিক সময়ের/ এনইটি-জেআরএফ প্রার্থীদের দেওয়া হবে না৷
আবদনের পদ্ধতি: www.niftem.ac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে আগামী ১৫ জুলাই পর্যন্ত৷
http://www.niftem.ac.in/site/Admission_upload/2020/Admission%20Brochure%202020.pdf লিঙ্কে গিয়ে অ্যাডমিশন ব্রোশিওর দেখতে পাবেন৷