ফুড সাব-ইনস্পেক্টর নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড ১৫ তারিখ ডাউনলোড করে থাকলে আবার করতে হবে

1013
0
wbpsc exam postponed

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ‘Sub-Inspector in the Subordinate Food & Supplies Service, Grade-III, under Food & Supplies Department, Govt. of West Bengal, 2018’ পরীক্ষা হবে আগামী ২৭ জানুয়ারি বেলা ১টা থেকে আড়াইটা পর্যন্ত এবং তারজন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে পিএসসির ওয়েবসাইট থেকে (http://www.pscwbapplication.in), সেখবর আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি (https://jibikadishari.co.in/?p=9437)।

কিন্তু যাঁরা ১৫ জানুয়ারি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন তাঁদের নতুন করে ডাউনলোড করে নিতে বলা হয়েছে।

নতুন এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://pscwbapplication.in/pdf19/IMP.pdf

এবার পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ।

প্রথম থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কিছু সমস্যার অভিযোগ উঠেছে, যদিও কর্তৃপক্ষ জানিয়েছেন অনেক আগে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সুযোগ দেওয়া হচ্ছে তাই সবাই সময়মতোই ডাউনলোড করে নিতে পারবেন, সমস্যা হবে না।