ফ্যাশন টেকনোলজিতে ১৭৯ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

827
0

ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি, নতুন দিল্লিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: 09/Assistant Professor/Contract/2019.

শূন্যপদের বিন্যাস: ১৭৯ (অসংরক্ষিত ৭৪, তপশিলি জাতি ২৬, তপশিলি উপজাতি ১৩, ওবিসি ৪৯, ইডব্লুএস ১৭)। এইসবের মধ্যে ৭টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম চিটিং/ রিসার্চে তিন বছরের অভিজ্ঞতা অথবা নিচে উল্লেখিত যে-কোনো একটি কম্পিটেন্সিতে ডক্টরাল ডিগ্রি।

শিক্ষাগত যোগ্যতা (ব্র্যাকেটে কম্পিটেন্সি কোড): ১. (এ) পোস্ট গ্র্যাজুয়েট (ডিজাইন) সঙ্গে স্নাতক স্তরে ফ্যাশন ডিজাইন/ লেদার ডিজাইন/ নিটওয়্যার ডিজাইন/ অ্যাকসেসরি ডিজাইন/ ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল অ্যাকসেসরিজ/ টেক্সটাইল ডিজাইন/ প্রোডাক্ট ডিজাইন/ অন্য ডিজাইন ডিসিপ্লিন বা সমতুল। ২. (এ১) পোস্ট গ্র্যাজুয়েট (ডিজাইন), স্নাতক স্তরে ফ্যাশন ডিজাইন বা সমতুল।

৩. (এ২) পোস্ট গ্র্যাজুয়েট (ডিজাইন), স্নাতক স্তরে অ্যাকসেসরি ডিজাইন/ প্রোডাক্ট ডিজাইন/ ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল অ্যাকসেসরিজ বা সমতুল।

৪. (এ৩) পোস্ট গ্র্যাজুয়েট (ডিজাইন), স্নাতক স্তরে লেদার ডিজাইন/ প্রোডাক্ট ডিজাইন বা সমতুল।

৫. (এ৪) পোস্ট গ্র্যাজুয়েট (ডিজাইন), টেক্সটাইল ডিজাইন বা সমতুলে স্নাতক।

৬. (এ৫) পোস্ট গ্র্যাজুয়েট (ডিজাইন), স্নাতকে নিটওয়্যার বা সমতুল।

৭. (এ৬) এম ডিজাইন, অন্য ডিজাইন ডিসিপ্লিনে পোস্ট গ্র্যাজুয়েট বা সমতুল।

৮. (বি) এনআইএফটি/ আইআইটি-তে এম ডিজাইন বা সমতুল।

৯. (বি১) এম আর্ক বা সমতুল।

১০. (বি২) এমএফএ সঙ্গে কমার্শিয়াল/ ভিস্যুয়াল আর্টসে স্পেশ্যালাইজেশন বা সমতুল।

১১. (বি৩) এমএফএ সঙ্গে আর্ট হিস্ট্রি অ্যান্ড ক্রিটিসিজম/ মিউজিওলজিতে স্পেশ্যালাইজেশন বা সমতুল।

১২. (সি) ক্লোদিং অ্যান্ড টেক্সটাইল/ ফ্যাব্রিক অ্যান্ড অ্যাপারেল সায়েন্সে এমএসসি বা সমতুল।

১৩. (ডি) পিজি ডিপ্লোমা/ ডিগ্রি কমিউনিকেশন ডিজাইন/ ফোটোগ্রাফি/ এগজিবিশন ডিজাইন/ ইন্টেরিয়ার ডিজাইনে ডিপ্লোমা/ মাস কমিউনিকেশন বা সমতুল।

১৪. (ডি১) কমিউনিকেশন ডিজাইন/ ভিশুয়াল কমিউনিকেশনে পিজি ডিগ্রি বা সমতুল।

১৫. (ডি২) মাস কমিউনিকেশন/ ইনফর্মেশন ডিজাইনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা সমতুল।

১৬. (ডি৩) অ্যাডভার্টাইজিং অ্যান্ড ব্র্যান্ডিং/ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড জার্নালিজম/ স্ট্র্যাটেজিক ডিজাইনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা সমতুল।

১৭. (ডি৪) ফিল্ম ডিজাইন/ ফোটোগ্রাফি/ অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া/ গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন/ ইন্টারাকশন ডিজাইনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা সমতুল।

১৮. (ডি৫/ ডি৬): স্পেস/ এগজিবিশন/ ইন্টেরিয়ার ডিজাইনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা সমতুল।

১৯. (ই) এমটেক (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং/ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং) বা সমতুল।

২০. (এফ) লেদার টেক/ ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাকশনে এমটেক বা সমতুল।

২১. (জি) টেক্সটাইল টেকনোলজিতে এমটেক/ এমই বা সমতুল।

২২. (এইচ) এমটেক/ এমএস (আইটি) বা এমসিএ/ এমসিএম বা সমতুল।

২৩. (আই) ফ্যাশন টেকনোলজি/ অ্যাপারেল প্রোডাকশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা সমতুল।

২৪. (জে) এমএফএমে/ মার্কেটিং/ ফিনান্সে পোস্ট গ্র্যাজুয়েট বা মার্কেটিং/ ফিনান্স/ এন্ট্রাপ্রেনারশিপ বা সমতুল।

২৫. (জে১) ফ্যাশন ম্যানেজমেন্টে মাস্টার বা সমতুল।

২৬. (জে২) মার্কেটিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট/ এমবিএ (মার্কেটিং) বা সমতুল।

২৭. (জে৩) এমবিএ ফিনান্স/ ফিনান্সে পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম বা সমতুল।

২৮. (জে৪) এমবিএ এন্ট্রাপ্রেনারশিপ বা সমতুল।

২৯. (কে) স্কিল বেসড ক্যাটেগরি।

৩০. (কে৩) যে-কোনো ডিসিপ্লিনে পোস্ট গ্র্যাজুয়েট/ আন্ডার গ্র্যাজুয়েট সঙ্গে প্রোডাক্ট ডিজাইনের ক্যাড/ থ্রিডি ক্যাডে ডিপ্লোমা/ সার্টিফিকেট।

৩১. (কে৪) যে-কোনো ডিসিপ্লিনে পোস্ট গ্র্যাজুয়েট/ আন্ডার গ্র্যাজুয়েট সঙ্গে জুয়েলারি ডিজাইনের ক্যাড/ থ্রিডি ক্যাডে ডিপ্লোমা/ সার্টিফিকেট।

বয়স: ৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১০০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.nift.ac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। সরাসরি https://www.cmsnift.com/pages/app_asst_prof/ap_reg.aspx  লিঙ্কে গিয়ে আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি, স্বাক্ষর ও যাবতীয় প্রমাণপত্রাদি স্ক্যান করে রাখতে হবে। অনলাইন আবেদনের সময় নির্দিষ্ট স্থানে তা আপলোড করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৬ সেপ্টেম্বর ২০১৯ বিকাল ৫.৩০ পর্যন্ত।