বর্ধমান ও জলপাইগুড়ির ২ স্কুলে চাকরি

610
0
Teacher Recruitment

বর্ধমানের স্কুলে চাকরি

ডেপুটেশন ভ্যাকান্সিতে দর্শন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট তপশিলি জাতি বিএড সহশিক্ষক চাই। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট জেরক্স সহ ২৫ জুলাই ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সম্পাদক, ওঁয়াড়ী উচ্চ বিদ্যালয়, গ্রাম+পোঃ ওঁয়াড়ী, থানা খণ্ডঘোষ, জেলা পূর্ব বর্ধমান, পিন ৭১৩১৪২। মোবাইল নম্বর: ৯৪৩৪৬৩১৯৭৫।

 

জলপাইগুড়ির স্কুলে চাকরি

২০ জুন ২০২০ পর্যন্ত লিয়েন ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। বিএড থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও দুসেট জেরক্স সহ ২৯ জুলাই ২০১৯ সকাল ১১টায় সরাসরি উপস্থিত হতে হবে। ঠিকানা: Bahadur Munnas Happy Home High School, PO Panga Sahebbari, Dt Jalpaiguri, Pin 735101.