বাঁকুড়ায় ৩৪ আশা কর্মী নিয়োগ

2332
0
Howrah Govt Job, WB Govt Jobs, Asha Kormi

বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর মহকুমায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  বিষ্ণুপুর, জয়পুর, কোতলপুর, পাত্রসায়ের ও ইন্দাস ব্লকের জন্য কর্মী নিয়োগ হবে। মোট ৩৪টি শূন্যপদ। বিজ্ঞপ্তি– 107/(23)/Health, Date: 06/02/2020.

যোগ্যতা: বিবাহিতা, বিবাহবিচ্ছিনা, বিধবা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে। মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে। স্ব-নির্ভর গোষ্ঠীর গ্রেড-১ বা গ্রেড-২ সদস্য ও লিঙ্ক  ওয়ার্কাররা অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য বয়সের নিম্নসীমা ২২ বছর।

আবেদন: নির্ধারিত বয়ানে নিজহাতে পূরণ করা আবেদন সংশ্লিষ্ট বিডিও অফিসে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে জমা করতে হবে। আবেদন পত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথির নিজের অ্যাটেস্টেড কপি দিতে হবে। এর সঙ্গে পাসপোর্ট সাইজ ছবি, ৫ টাকার স্ট্যাম্প সাঁটানো নিজের ঠিকানা লেখা  (২৩ x ১০ সেমি ) খাম দিতে হবে। আবেদনপত্রের উপর লিখতে হবে– APPLICATION FOR ENGAGEMENT AS ASHA …………(name of Sub-Division applied for) and …………  (name of area)। গিয়ে ড্রপবক্সে আবেদনপত্র ফেলে আসতে পারেন সংশ্লিষ্ট ব্লক অফিসে। স্পিড বা রেজিস্টার্ড পোস্টেও পাঠানো যাবে।

আবেদন পত্র নমুনা ডাউনলোডের লিঙ্ক:

http://www.bankura.gov.in/Recruitment/Rec_SDO-Bishnupur_070220.pdf

 

 

Asha Recruitment, Bankura Recruitment,