বাঁকুড়া জেলা আদালতে বিভিন্ন পদের জন্য কাদের আবেদন গ্রাহ্য হয়েছে, কাদের কেন অগ্রাহ্য

673
0

বাঁকুড়া জেলা আদালতে Employment Notification No. 1 dated, Bankura, the 14th day of November, 2019 অনুযায়ী ২০১৯-এর স্টাফ রিক্রুটমেন্ট পরীক্ষার নির্ধারিত বিভিন্ন পদের জন্য যাঁরা আবেদন করেছিলেন তাঁদের মধ্যে উপযুক্ত ও অনুপযুক্ত আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে আদালতের ওয়েবসাইটে (www.districts.ecourts.gov.in/bankura)। অনুপযুক্ত তালিকার কারও কিছু বলার থাকলে পুনর্বিবেচনার জন্য তা প্রমাণ সহ ১০ দিনের মধ্যে জানাতে পারেন Chairman, District RecruitmentCommittee, Bankura Judgeship-কে উদ্দেশ করে লিখিত ভাবে, জমা দিতে হবে তাঁর অফিসে নিজে গিয়ে।

১৩ ফেব্রুয়ারির এই বিজ্ঞপ্তিটি (Employment Notification No. 03 dated, Bankura 13th day of February, 2020) দেখা যাবে এই লিঙ্কে:

https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2604