বাঁকুড়া জেলা আদালতে স্টেনো, ক্লার্ক, গ্রুপ-ডি লিখিত পরীক্ষার ফল

960
0
Bankura Court Picture

বাঁকুড়া জেলা আদালতে বিজ্ঞপ্তি নং ০১, তাং ১৪ মে ২০১৮ অনুযায়ী ইংরেজি স্টেনো, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভার সহ গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য যে লিখিত পরীক্ষা গত ২০ জানুয়ারি হয়েছিল, তার ফল বেরিয়েছে।

স্টেনোদের পেপার-টু ও পেপার-থ্রি এবং এলডিসিদের পার্সোন্যালিটি টেস্ট দিতে হবে।

গ্রুপ-ডির জন্যও পার্সোন্যালিটি টেস্ট হবে। সকলেরই প্রামাণপত্রাদিও যাচাই হবে। সফল প্রার্থীরা www.districts.ecourts.gov.in/bankura

ওয়েবসাইটে দেওয়া কললেটার ডাউনলোড করতে পারবেন ২৮ ফেব্রুয়ারি থেকে।

কললেটারে নির্দেশিত তারিখ ও সময়ে বাঁকুড়া জেলা জজের অফিসের ঠিকানায় উপস্থিত হতে হবে প্রাসঙ্গিক মূল প্রমাণপত্রাদি ও সেসবের স্বপ্রত্যয়িত জেরক্স নিয়ে।

লিখিত পরীক্ষায় সফল হওয়া প্রার্থীদের তালিকা ও প্রাসঙ্গিক নির্দেশাবলি সহ এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/1972