বাঁকুড়া জেলা আদালতে ১৯ গ্রুপ-সি গ্রুপ-ডি পদে নিয়োগ

1810
0
WB Govt Job Recruitment 2024

বাঁকুড়া জেলা আদালতে গ্রুপ-সি ও গ্রুপডির একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোন ভারতীয় নাগরিক নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি নম্বর: 01, Dated 14th November, 2019

শূন্যপদ —

১) ইংলিশ স্টেনোগ্রাফার ৪ (অসংরক্ষিত ১,  অসংরক্ষিত ইসি ১, অসংরক্ষিত মেরিটোরিয়াস স্পোর্টসপার্সন ১, এসসি ইসি ১)

২) লোয়ার ডিভিশন ক্লার্ক ৩ (অসংরক্ষিত ১, এসসি ১, ওবিসি-এ ১)

৩) প্রসেস সার্ভার ২ (অসংরক্ষিত ১, এসসি ১)

৪) গ্রুপ ডি (পিওন/নাইট গার্ড/ফরাশ) ১০ (অসংরক্ষিত ২, অসংরক্ষিত ইসি ২, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ১, এসসি ১, এসসি ইসি ১, এসটি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)

বেতনক্রম —

ইংলিশ স্টেনোগ্রাফার: পে ব্যান্ড ৩ অনুযায়ী মূল বেতন ৭১০০-৩৭৬০০ + গ্রেড পে ৩৯০০ টাকা।

লোয়ার ডিভিশন ক্লার্ক: পে ব্যান্ড ২ অনুযায়ী  মূল বেতন ৫৪০০-২৫২০০ + গ্রেড পে ২৬০০ টাকা।

প্রসেস সার্ভার পে ব্যান্ড ২অন্যযায়ী মূল বেতন ৫৪০০-২৫২০০ + গ্রেড পে ২৩০০ টাকা।

গ্রুপ ডি: পে ব্যান্ড ১ অনুযায়ী মূল বেতন ৪৯০০-১৬২০০ + গ্রেড পে ১৭০০ টাকা।

বয়সসীমা — ১ জানুয়রি, ২০১৯ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর। রাজ্যের সংরক্ষিত শ্রেণির জন্য নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা —

ইংলিশ স্টেনোগ্রাফার: স্বীকৃত  বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। সঙ্গে শর্টহ্যান্ডে ৮০ শব্দ প্রতি মিনিট এবং টাইপিংয়ে ৩০ শব্দ প্রতি মিনিট স্পিড থাকতে হবে।

লোয়ার ডিভিশন ক্লার্ক: স্বীকৃত  বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে।

প্রসেস সার্ভার: স্বীকৃত  বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে।

গ্রুপ ডি: স্বীকৃত বোর্ড বা মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

আবেদন — যোগ্য প্রাথীদের অনলাইনে আবেবেন করতে হবে। একজন প্রার্থী একটি পদের জন্যেই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১০ ডিসেম্বর, ২০১৯। অনলাইনে আবেদন করার সময় ৩০ থেকে ৫০ কেবি মাপের পাসপোর্ট সাইজ ছবি এবং সর্বোচ্চ ২০ কেবি মাপে (২০০ x ১০০ পিক্সেল) স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়াও প্রতিটি সর্বোচ্চ ১০০ কেবি মাপে (১২৫০ x ১৭৫০ পিক্সেল) প্রয়োজনীয় নথিসমূহ স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি  ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য এসসি/এসটি শ্রেণি ছাড়া অন্যান্য শ্রেণির জন্য ৩০০ টাকা, এসসি/এসটি শ্রেণির জন্য ২০০ টাকা, লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য এসসি/এসটি শ্রেণি ছাড়া অন্যান্য শ্রেণির ৩০০ টাকা, এসসি/এসটি শ্রেণির জন্য ২০০ টাকা, প্রসেস সার্ভার পদের জন্য এসসি/এসটি শ্রেণি ছাড়া অন্যান্য শ্রেণির ৩০০ টাকা, এসসি/এসটি শ্রেণির জন্য ২০০ টাকা, গ্রুপ ডি পদের জন্য এসসি/এসটি শ্রেণি ছাড়া অন্যান্য শ্রেণির ২০০ টাকা, এসসি/এসটি শ্রেণির জন্য ১৫০ টাকা। অনলাইনে বা ই-চালানের মাধ্যমে অফলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে।

আবেদন নিয়ে সমস্যা থাকলে অভিযোগ জানানোর ই-মেল্ আইডি:bankuracourtrectt2019@gmail.com

আবেদন করার জন্য লিঙ্ক: http://myapplonline.in.net/bankura/bankcourt2019.aspx#

বিজ্ঞপ্তি লিঙ্ক: https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2427