বাঁকুড়া জেলা আদালতে ৫৫ এলডিসি, স্টেনো, গ্রুপ ডি

1845
0
Bankura Court Picture

বাঁকুড়া জেলা আদালতে ৫৫ জন ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার ও গ্রুপ ডি (পিওন/ নাইট গার্ড/ ফরাশ) নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: ইংলিশ স্টেনোগ্রাফার: শূন্যপদ ৯ (অসংরক্ষিত ২, অসংরক্ষিত ইসি ২, তপশিলি জাতি ১, তপশিলি জাতি ইসি ১, ওবিসি এ ১ ওবিসি বি ১, ওবিসি বি ইসি ১)।

লোয়ার ডিভিশন ক্লার্ক: শূন্যপদ ১৪ (অসংরক্ষিত ৬, অসংরক্ষিত ইসি ২, তপশিলি জাতি ১, তপশিলি জাতি ইসি ২, তপশিলি উপজাতি ইসি ১, ওবিসি এ ১, ওবিসি বি ১)।

প্রসেস সার্ভার: শূন্যপদ ৬ (অসংরক্ষিত ২, অসংরক্ষিত ইসি ১, অসংরক্ষিত কৃতী ক্রীড়াবিদ শূন্যপদ ১, তপশিলি জাতি ১, ওবিসি বি ১)।

গ্রুপ ডি (পিওন/ নাইট গার্ড/ ফরাশ): শূন্যপদ ২৬ (অসংরক্ষিত ১১, অসংরক্ষিত ইসি ৩, অসংরক্ষিত প্রাক্তন সেনাকর্মী ২, তপশিলি জাতি ২, তপশিলি জাতি ইসি ৩, তপশিলি জাতি প্রাক্তন সেনাকর্মী ১, ওবিসি এ ২, ওবিসি এ ইসি ১, ওবিসি বি ১)।

যোগ্যতা: ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি ও লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পাশ। কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার অপারেশনে সন্তোষজনক ফিঙ্গারিং স্পিড থাকতে হবে। স্টেনোগ্রাফার গ্রেড থ্রির ক্ষেত্রে প্রতি মিনিটে ৮০ শব্দের গতিতে শর্টহ্যান্ড ও প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপিং স্পিড।

প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পাশ।

গ্রুপ ডি পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ।

বেতনক্রম: ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি পদের জন্য পে ব্যান্ড থ্রি অনুযায়ী মূল বেতন ৭১০০-৩৭৬০০ টাকা, গ্রেড পে ৩৯০০ টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে পে ব্যান্ড টু অনুযায়ী ৫৪০০-২৫২০০ টাকা, গ্রেড পে ২৬০০ টাকা। প্রসেস সার্ভার পদে পে ব্যান্ড টু অনুযায়ী ৫৪০০-২৫২০০ টাকা, গ্রেড পে ২৩০০ টাকা। গ্রুপ ডি (পিওন/ নাইট গার্ড/ ফরাশ) পদের ক্ষেত্রে পে ব্যান্ড ওয়ান অনুযায়ী ৪৯০০-১৬২০০ টাকা, গ্রেড পে ১৭০০ টাকা।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। রাজ্যের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: গ্রুপ ডি পদের ক্ষেত্রে ২০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ১৫০ টাকা। অন্যান্য পদগুলির ক্ষেত্রে ফি ৩০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতিদের ২০০ টাকা।

আবেদনের পদ্ধতি: www.calcuttahighcourt.nic.in অথবা www.ecourts.gov.in/bankura ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৫ জুন ২০১৮ তারিখ মধ্যরাত পর্যন্ত। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে। অনলাইন আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে মেল করতে পারেন rectt2018bankuracourt@gmail.com আইডিতে।