বিএসএফে কনস্টেবল নিয়োগের কোনো বিজ্ঞপ্তি স্টাফ সিলেকশন কমিশন প্রকাশ করেনি

812
0
BSF Recruitment 2024

স্টাফ সিলেকশন কমিশন ৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখের এক বিজ্ঞপ্তিতে (F.No.18/05/2019–C-I/2) জানিয়েছে, বিএসএফ-এ কনস্টেবল (জিডি)/কনস্টেবল (ট্রেডসম্যান) পদের জন্য বেশ কিছু পূরণ করা আবেদনপত্র (হার্ড কপি) ও পোস্টাল অর্ডার তাদের কাছে জমা পড়েছে, যদিও এমন কোনো নিয়োগের বিজ্ঞপ্তি কমিশন প্রকাশ করেনি। তাছাড়া, কোনো ছাপানো ফর্মে বা হার্ড কপিতে কোনো আবেদনই স্টাফ সিলেকশন কমিশন চায় না বা গ্রহণ করে না। কমিশনের সব বিজ্ঞপ্তিই প্রকাশিত হয় তাদের ওয়েবসাইটে এবং তার উত্তরে আবেদনও গ্রহণ করা হয় অনলাইনে। তাই প্রার্থীদের বিভ্রান্তিমূলক সূত্রের ভিত্তিতে এরকম আবেদন পাঠানো থেকে সাবধান হতে বলা হয়েছে। এই সতর্কতা মূলক বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/gd_forms_05092019.pdf