বিএসএফে পরীক্ষার দিন বদল

1170
0
BSF Recruitment 2024

বর্ডার সিকিউরিটি ফোর্সে হেড কনস্টেবল (আরও) এবং হেড কনস্টেবল (আরএম) পদে নিয়োগের মেডিকেল পরীক্ষার তারিখ ২৯ জুন থেকে পিছিয়ে আগস্টের দ্বিতীয় সপ্তাহ করা হয়েছে৷ সম্প্রতি বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে একটি নোটিস জারি করে একথা জানানো হয়েছে, যদিও পরীক্ষার তারিখ এখনও ঘোষণা করা হয়নি, সময়মতো জানিয়ে দেওয়া হবে৷

http://bsf.nic.in/doc/recruitment/r0122.pdf লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পাওয়া যাবে৷

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল