বিক্রম সারাভাই স্পেস সেন্টারে ১৭৩ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস

1273
0
vikram-sarabhai-space

বিক্রম সারাভাই স্পেস সেন্টারে ১৭৩ জন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: VSSC/APP/01/2019.

শূন্যপদ: অ্যারোনটিক্যাল/ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং: ১৫, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১০, সিভিল ইঞ্জিনিয়ারিং: ১২, কম্পিউটার সায়েন্স/ ইঞ্জিনিয়ারিং: ২০, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১২, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারি: ৪০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৪০, মেটালার্জি: ৬, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং: ৬, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স: ৮, কেটারিং টেকনোলজি/ হোটেল ম্যানেজমেন্ট: ৪।

যোগ্যতা: লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স: ব্যাচেলর ডিগ্রি সঙ্গে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ফার্স্ট ক্লাস বিএলআইএসসি।

কেটারিং টেকনোলজি/ হোটেল ম্যানেজমেন্ট: কেটারিং টেকনোলজি/ হোটেল ম্যানেজমেন্টে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ফার্স্ট ক্লাস ডিগ্রি (চার বছরের)।

অন্যান্য ডিসিপ্লিনের ক্ষেত্রে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি (চার/ তিন বছরের)।

সবক্ষেত্রেই ২০১৭ সালে বা তার পরে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২২ ডিসেম্বর ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ট্রেনিংয়ের সময়সীমা স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা এক বছর। প্রতি মাসে ৯০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও স্ব-প্রত্যয়িত জেরক্স নিয়ে ২২ ডিসেম্বর ২০১৯ তারিখ ‘Cardinal Cleemis Block, St.Mary’s Higher Secondary School, Pattom, Thiruvananthapuram’ ঠিকানায় সরাসরি উপস্থিত হতে হবে।

https://www.vssc.gov.in/VSSC/images/Recruitment/VSSCNotification.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি ভালো করে বুঝে নিয়ে উপযুক্ততা ঠিকঠাক আছে মনে হলে তবেই যাওয়া ভালো।