বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ৭৩ প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

2705
0
VU Recruitment 2023

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ৭৩ জন প্রফেসর, অ্যাসোশিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ৬/২০১৯।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.visvabharati.ac.in ওয়েবসাইট থেকে আবেদনের বয়ান ডাউনলোড করা যাবে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের দুটি ছবি (ছবির নিচে প্রার্থীর স্বাক্ষর) ও যাবতীয় প্রমাণপত্রাদির এক সেট স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে ‘The Assistant Registrar (Recruitment), Visva-Bharati, Santiniketan, Dist Birbhum, PIN-731235’ ঠিকানায়, পৌঁছতে হবে আগামী ২০ অক্টোবরের মধ্যে। যোগ্যতা, বয়সসীমা, আবেদনের ফি ও অন্যান্য বিষয় সম্পর্কে উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।