বীরভূমে ব্লক লেভেল ফেসিলিটেটর

1199
0
birbhum-recruitment-picture

নিজস্ব সংবাদদাতা: বীরভূম জেলায় নলহাটি মিউনিসিপ্যালিটির সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ব্লক লেভেল ফেসিলিটেটর নিয়োগ হবে। বিজ্ঞপ্তি নম্বর– 680 MA & ME /Bir, Date – 15/12/2017.

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাগবে। সেইসঙ্গে ১ বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট বা ডিপ্লোমা। মাইনরিটি কালচার ও ওয়াকফ বিষয়ে জ্ঞান থাকতে হবে। সোশ্যাল সেক্টরে ২ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে।

বয়সসীমা: ১ ডিসেম্বর, ২০১৭ অনুযায়ী ২৫ থেকে ৬০ বছর। নলহাটি-১ ব্লকের বাসিন্দা হলে অগ্রাধিকার পাওয়া যাবে।

বেতনক্রম: পারিশ্রমিক মাসে ১০ হাজার টাকা,  টি.এ / ডি.এ ৫ হাজার টাকা।

আবেদন: আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। মাইনরিটি দপ্তরের ঠিকানায় বাইরের ড্রপ বক্সে আবেদন জমা দিয়ে আসতে হবে।

আবেদন পত্রের নমুনার লিঙ্ক- http://birbhum.gov.in/Jobs/680_1_27_MA_ME_BIR.pdf