বীরভূম জেলা আদালতে এলডিসি নিয়োগ প্রাথমিক পরীক্ষার ফল

780
0
SSC CHSL Exam Date

বীরভূম জেলা আদালতের এলডিসি পদের জন্য (এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর ০১, তারিখ ১৮ এপ্রিল ২০১৬) পার্ট-ওয়ান পরীক্ষার ফল বেরিয়েছে (বিজ্ঞপ্তি নং ১১, তারিখ ১৪/১২/২০১৮)। পার্ট-টু পরীক্ষা দেওয়ার জন্য সফল হওয়া প্রার্থীদের কল লেটার যথাসময়ে ইস্যু করা হবে, সেজন্য কলকাতা উচ্চ আদালতের ওয়েবসাইটে (www.calcuttahighcourt.gov.in) বা বীরভূম জেলা আদালতের ই-কোর্টের ওয়েবসাইটে (www.districts.ecourts.gov.in/birbhum) চোখ রাখতে হবে। প্রার্থীদের তালিকা ও প্রাপ্ত নম্বর সহ বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে:

http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/1843