বেতন বাড়ছে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের

1308
0
DPS Recruitment 2024

অবশেষে প্রাথমিক স্কুলের শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন

অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যের প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেল অনেকটাই কম। অবিলম্বে বেতন বাড়ানোর আর্জি জানিয়ে অনশন চালিয়ে যাচ্ছিলেন প্রাথমিক শিক্ষকদের একাংশ। আজ প্রাথমিক শিক্ষকদের একটি সংগঠনের সভায় বেতন বৃদ্ধির কথা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রাথমিক শিক্ষকরা তাঁদের গ্রেড পে ৪২০০ টাকা করার আর্জি জানিয়েছেন, তবে এখনই এত পরিমাণ বেতন বাড়ানো যাচ্ছে না। আপাতত প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ২৩০০/২৬০০। ২৩০০ প্রশিক্ষণহীনদের জন্য। ২৬০০ প্রশিক্ষিতদের জন্য। সেটা বাড়িয়ে ৩৬০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে রাজ্যের অর্থমন্ত্রকের কাছে চিঠি পাঠানোও হয়েছে। ৩২০০ টাকা গ্রেড পে করার ছাড়পত্র আগেই মিলেছিল। এবার সেটা বাড়িয়ে ৩৬০০ করা হলো। ফলত, প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো অনুযায়ী এবার থেকে কোন প্রার্থী চাকরিতে জয়েন্ট করে শুরুতে পাবেন ২৯ হাজার টাকা, যেটা আগে ছিল ২১ হাজার টাকা। তবে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা এই সিদ্ধান্তে আশ্বস্ত হতে পারেননি বলে জানানো হয়েছে।

বেতন কাঠামো পরিবর্তনের পাশাপাশি প্রাথমিক শিক্ষকদের প্রমোশন বা পদোন্নতি নীতি প্রণয়ণের পরিকল্পনার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে তাঁদের প্রাইমারি থেকে আপার প্রাইমারি স্তরে উন্নীত করা সহ একাধিক নতুন পলিসি আনার কথা জানিয়েছেন তিনি।

 

 

Primary, West Bengal Primary Teachers