ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে ১০৯

650
0

সায়েন্টিস্ট বি পদে বিভিন্ন ডিসিপ্লিনে ১০৯ জন তরুণ-তরুণী নিয়োগ করা হবে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে৷ অনলাইন আবেদন করতে হবে৷

শূন্যপদের বিন্যাস: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ৩১ (অসংরক্ষিত ১৪, ওবিসি ৯, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩)৷ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)৷ সিভিল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ৮ (অসংরক্ষিত ৪, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)৷ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৪, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)৷ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ১৭ (অসংরক্ষিত ৮, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)৷ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ১২ (অসংরক্ষিত ৬, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)৷ ফুড টেকনোলজি: শূন্যপদ ৫ (অসংরক্ষিত ২, ওবিসি ২, তপশিলি জাতি ১)৷ মাইক্রোবায়োলজি: শূন্যপদ ১৩ (অসংরক্ষিত ৬, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)৷ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আন্ড ফাইবার সায়েন্স: শূন্যপদ ৩ (অসংরক্ষিত ১, ওবিসি ১, তপশিলি জাতি ১)৷

যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং/ সিভিল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ফুড ইঞ্জিনিয়ারিং/ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফাইবার সায়েন্স-এর ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে অন্তত ৬০ (তপশিলি প্রার্থীদের ক্ষেত্রে ৫০) শতাংশ নম্বর সহ ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ব্যাচেলর ডিগ্রি বা সমতুল৷

মাইক্রোবায়োলজি: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে অন্তত ৬০ (তপশিলি প্রার্থীদের ক্ষেত্রে ৫০) শতাংশ নম্বর সহ মাস্টার ডিগ্রি বা সমতুল৷

পারিশ্রমিক: শুরুতে মোট প্রায় ৭৯,৯২৯ টাকা৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে ১৫ এপ্রিলের একটি লিখিত পরীক্ষা ও তাতে সফল হলে ইন্টারভিউয়ের মাধ্যমে।

আবেদনের ফি: ৭৫০ টাকা, দিতে হবে অনলাইন মোডে৷ তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী, প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: www.bis.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে, ১৬ মার্চ থেকে ২ এপ্রিল ২০১৮ পর্যন্ত৷