ভাইজাগ স্টিলে ১৮৮ ম্যানেজমেন্ট ট্রেনি

860
0
vizag steel apprentice 2021

রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড বিশাখাপত্তনমে ১৮৮ জন ম্যানেজমেন্ট ট্রেনি (টেকনিক্যাল) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ০১/২০২০।

শূন্যপদের বিন্যাস: সেরামিক্স: ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১)। কেমিক্যাল: ২৬ (অসংরক্ষিত ১০, ওবিসি ৯, তপশিলি জাতি ৪, ইডব্লুএস ৩)। সিভিল: ৫ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১, ইডব্লুএস ১)। ইলেক্ট্রিক্যাল: ৪৫ (অসংরক্ষিত ১৮, ওবিসি ১৫, তপশিলি জাতি ৬, ইডব্লুএস ৬)। ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেক্ট্রনিক্স: ১০ (অসংরক্ষিত ৪, ওবিসি ৪, তপশিলি জাতি ১, ইডব্লুএস ১)। মেকানিক্যাল: ৭৭ (অসংরক্ষিত ২৮, ওবিসি ৩১, তপশিলি জাতি ৮, ইডব্লুএস ১০)। মেটালার্জি: ১৯ (অসংরক্ষিত ৭, ওবিসি ৭, তপশিলি জাতি ৩, ইডব্লুএস ২)। মাইনিং: ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)।

যোগ্যতা: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সেরামিক্স/ কেমিক্যাল/ সিভিল/ ইলেক্ট্রিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ মেকানিক্যাল/ মেটালার্জি/ মাইনিং শাখায় পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ব্যাচেলর ডিগ্রি (তপশিলি জাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন)।

প্রসঙ্গত, সেরামিক্সের সমতুল সেরামিক ইঞ্জিনিয়ারিং/ রিফ্র্যাক্টরি ইঞ্জিনিয়ারিং/ সেরামিক টেকনোলজি। কেমিক্যালের সমতুল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ কেমিক্যাল টেকনোলজি/ কেমিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি/ পলিমার সায়েন্স অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি। সিভিলের সমতুল সিভিল ইঞ্জিনিয়ারিং/ সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং/ বিল্ডিং টেকনোলজি অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট/ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং/ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেক্ট্রিক্যালের সমতুল ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ পাওয়ার ইলেক্ট্রনিক্স/ এনার্জি ইঞ্জিনিয়ারিং/ কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং। ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেক্ট্রনিক্সের সমতুল ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড সিগন্যাল প্রসেস ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ টেলিকম সিস্টেম ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যালের সমতুল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং/ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল প্রোডাকশন অ্যান্ড টুল ইঞ্জিনিয়ারিং/ প্রোডাকশন টেকনোলজি/ ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং/ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। মেটালার্জির সমতুল মেটালার্জি, মেটালার্জি অ্যান্ড মেটারিয়াল সায়েন্স/ মেটারিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। মাইনিংয়ের সমতুল মাইনিং ইঞ্জিনিয়ারিং/ মিনারেল ইঞ্জিনিয়ারিং/ মাইনিং মেশিনারি ইঞ্জিনিয়ারিং।

বয়স: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊধ্বর্সমা ২৭ বছর (জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৯৩ এর আগে নয়)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

বেতন: প্রতি মাসে বেসিক পে ২০৬০০ টাকা। বেতনক্রম ২০৬০০-৪৬৫০০ টাকা।

আবেদনের ফি: ৫৯০ টাকা, তপশিলি জাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ২৯৫ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.vizagsteel.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৪ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

https://www.vizagsteel.com/code/tenders/jobdocs/25066Web%20Advertisemenet%20-%2016%2001%202020.pdf লিঙ্কে গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।