ভারত ইলেক্ট্রনিক্সে ১৮ ট্রেনি ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার, অফিসার

1404
0
BEL Recruitment 2024

ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে ১৮ জন ট্রেনি ইঞ্জিনিয়ার, ট্রেনি অফিসার, প্রোজেক্ট ইঞ্জিনিয়ার ও প্রোজেক্ট অফিসার নিয়োগ করা হবে৷ নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন৷

শূন্যপদ: ট্রেনি ইঞ্জিনিয়ার, পোস্ট কোড টিই১: ৮ (ইলেক্ট্রনিক্স ২, মেকানিক্যাল ৪, ইলেক্ট্রনিক্স ১, সিভিল ২), ট্রেনি অফিসার, পোস্ট কোড টিও১: ২ (ফিনান্স), প্রোজেক্ট ইঞ্জিনিয়ার, পোস্ট কোড পিই১: ৬ (ইলেক্ট্রনিক্স ৩, মেকানিক্যাল ৩)৷ প্রোজেক্ট অফিসার, পোস্ট কোড পিও১: ১ (এইচআর)৷

যোগ্যতা: ট্রেনি ইঞ্জিনিয়ার: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে বিই/ বিটেক/ বিএসসি ইঞ্জিনিয়ারিং৷

ট্রেনি অফিসার: ফিনান্সে দু বছরের পূর্ণ সময়ের এমবিএ৷

প্রোজেক্ট ইঞ্জিনিয়ার: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে বিই/ বিটেক/ বিএসসি ইঞ্জিনিয়ারিং৷

প্রোজেক্ট অফিসার: দু বছরের পূর্ণ সময়ের এমবিএ/ এমএসডব্লু৷

ট্রেনি ইঞ্জিনিয়ার ও ট্রেনি অফিসারের ক্ষেত্রে অন্তত এক বছরের অভিজ্ঞতা ও বাকিদের ক্ষেত্রে অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ১ আগস্ট ২০২০ তারিখের হিসেবে৷

আবেদনের ফি: প্রোজেক্ট ইঞ্জিনিয়ার/ অফিসারের ৫০০ টাকা এবং ট্রেনি ইঞ্জিনিয়ার/ অফিসারের ২০০ টাকা৷ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে, ডিমান্ড ড্রাফট কাটতে হবে Bharat Electronics Limited–এর অনুকূলে, প্রদেয় হবে পুণেতে৷ তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ www.bel-india.com ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ পূরণ করা আবেদনপত্র, ডিমান্ডড্রাফট ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে Sr. Dy. General Manager (HR&A), Bharat Electronics Limited, NDA Road, Pashan, Pune- 411021 ঠিকানায়, পৌঁছতে হবে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে৷

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল