Site icon জীবিকা দিশারী

ভারত পেট্রোলিয়ামে ১৪৭ কেমিস্ট/অপারেটর/ওয়ার্কম্যান ট্রেনি

BPCL Apprentice 2023 

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে ১৪৭ জন কেমিস্ট ট্রেনি, অপারেটর ট্রেনি ও জেনারেল ওয়ার্কম্যান বি (ট্রেনি) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: KR.HR.HRD.03.NMGT.RECT, Date: 10.11.2018. নিচের যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: কেমিস্ট ট্রেনি: শূন্যপদ ১৩ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ১, ওবিসি এনসিএল ৩)। অপারেটর ট্রেনি: ১২ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ১, ওবিসি এনসিএল ৩)। জেনারেল ওয়ার্কম্যান বি (ট্রেনি) কেমিক্যাল: ৬৩ (অসংরক্ষিত ৩৯, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ১, ওবিসি এনসিএল ১৭)। জেনারেল ওয়ার্কম্যান বি (ট্রেনি) মেকানিক্যাল: ৩২ (অসংরক্ষিত ১৯, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি এনসিএল ৯)। জেনারেল ওয়ার্কম্যান বি (ট্রেনি) ইলেক্ট্রিক্যাল: ১০ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ১, ওবিসি এনসিএল ২)। জেনারেল ওয়ার্কম্যান বি (ট্রেনি) ইনস্ট্রুমেন্টেশন: ১৭ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ২, ওবিসি এনসিএল ৫)।

বয়সসীমা: ১ অক্টোবর ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি এনসিএল ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: কেমিস্ট ট্রেনি: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পূর্ণ সময়ের এমএসসি (কেমিস্ট্রি), অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি থাকলে অগ্রাধিকার। শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর রিফাইনিং/ পেট্রোলিয়াম/ পাওয়ার/ লিউব/ পেট্রোকেমিক্যাল/ ফার্টিলাইজার/ কেমিক্যাল ইন্ডাস্ট্রি ফিল্ডে এক বছরের কাজের অভিজ্ঞতা বা এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকা দরকার। অন্য কোনো পিজি ডিগ্রি বা এমএসসি (কেমিস্ট্রি)-র সমতুল কোনো যোগ্যতা গ্রাহ্য হবে না।

অপারেটর ট্রেনি: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা (এআইসিটিই স্বীকৃত পূর্ণ সময়ের কোর্স হতে হবে)। শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর বড় পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে অপারেশন/ প্রসেসের কাজে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকা দরকার।

জেনারেল ওয়ার্কম্যান বি (ট্রেনি) কেমিক্যাল/ মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা (এআইসিটিই স্বীকৃত পূর্ণ সময়ের কোর্স)। শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর রিফাইনিং/ পেট্রোলিয়াম/ পাওয়ার/ লিউব/ পেট্রোকেমিক্যাল/ ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি ফিল্ডে এক বছরের কাজের অভিজ্ঞতা/ এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকা দরকার।

ডিপ্লোমার যোগ্যতাগুলির ক্ষেত্রে কোনো উচ্চতর ডিগ্রি/সমতুল থাকলে আবেদন করা যাবে না। ডিপ্লোমার কোনো পদের জন্য অন্য কোনো সমতুল যোগ্যতা গ্রাহ্য হবে না। স্পেশ্যালাইজেশনের ক্ষেত্রও যেমন বলা হয়েছে, কেবল সেরকমই হতে হবে।

সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে। ডিস্ট্যান্স/পার্টটাইম ইত্যাদি কোনো কোর্সের যোগ্যতা গ্রাহ্য হবে না। এই পদগুলির কাজ নাইটশিফট সহ রোটেটিং শিফটে, উপযুক্ত শারীরিক সক্ষমতাও থাকা দরকার। কেরালার বাসিন্দা হলে অগ্রাধিকার।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, স্কিল টেস্ট ও প্রি-এমপ্লয়মেন্ট মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: www.bharatpetroleum.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৬ নভেম্বর ২০১৮ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

Exit mobile version