ভুল প্রশ্নে এক নম্বর এসএলএসটিতে, নির্দেশ হাইকোর্টের

schedule
2018-12-21 | 12:46h
update
2018-12-21 | 12:46h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

২০১৬ সালের রাজ্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রথম এসএলএসটি পরীক্ষায় ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রে একটি প্রশ্নের উত্তর অপশনে ভুল ছিল। যার দরুন ওই প্রশ্নের উত্তরদাতাদের সংশ্লিষ্ট প্রশ্নের জন্য প্রাপ্ত পুরো নম্বর দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Advertisement

ইতিহাস বিষয়ের ৪০ নম্বর প্রশ্নটি ছিল: গান্ধী-রউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়। প্রশ্নের উত্তর হবে ১৯৩১ সালের ৫ মার্চ। অথচ প্রশ্নের উত্তর অপশনে এই সঠিক উত্তরটি না থাকায় পরীক্ষার্থীরা সঠিক উত্তরটি বেছে নিতে পারেননি এবং প্রশ্নের প্রাপ্ত নম্বর থেকে বঞ্চিত হন। ২০১৮ সালের আগস্ট মাসে এই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন পরীক্ষার্থী নীতিশ সরকার সহ আর কয়েকজন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই কোর্টের নির্দেশ, ই প্রশ্নের জন্য পুরো নম্বর দিতে হবে এসএসসিকে।

বিচারপতি শেখর ববি শরিফ জানান, এই প্রশ্নের জন্য প্রার্থীরা এক নম্বর পাবেন এবং নিয়োগ তালিকার বাইরে কেউ যদি এই এক নম্বর পেয়ে নিয়োগের তালিকার উপরে উঠে আসেন, তাহলে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে এসএসসিকে।

তবে বেশ কিছু পরীক্ষার্থীর স্থান বদলের সম্ভাবনা আছে।

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2024 - 12:20:38
Privacy-Data & cookie usage: