মহিষাদল গালর্স’ কলেজে শিক্ষক নিয়োগ

1180
0

মহিষাদল গালর্স’ কলেজে ইউজিসি যোগ্যতার গেস্ট টিচার নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে।

নিয়োগ হবে এই বিষয়গুলির জন্য: ফিজিক্স, বটানি, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি, সংস্কৃত, জুলজি, এডুকেশন এবং ইংলিশ।

যোগ্য প্রার্থীদের যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স সহ ১০ আগস্ট ২০১৮ সকাল ১১টায় সরাসরি উপস্থিত হতে হবে The Principal, Mahishadal Girls’ College, Mahishadal-721628 Purba Medinipur ঠিকানায়।