রাজ্যের মাদ্রাসাগুলিতে শর্তসাপেক্ষে নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের ১৭-০৫-২০১৮ তারিখের আদেশ অনুসারে (C.A No 5808) মাদ্রাসা সার্ভিস কমিশন সকারি সাহায্যপ্রাপ্ত বেসরকারি ইচ্ছুক মাদ্রাসাগুলিতে নিয়োগের সুপারিশ করতে পারে। তবে নিয়োগ হবে পুরোপুরি শর্তসাপেক্ষ, মামলার চূড়ান্ত নিষ্পত্তির ওপর নির্ভর করবে। এই রায় মোতাবেক রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে (Advt No. MSC/01/2018, Dated 25/5/2018) ইচ্ছুক মাদ্রাসাগুলিকে জানিয়েছে, তারা কমিশনের নিয়োগ-সুপারিশ মানতে রাজি থাকলে সেই সম্মতির কথা ৮ জুন ২০১৮-র মধ্যে কমিশনকে ও মাদ্রাসা শিক্ষা পর্ষদকে লিখিতভাবে জানাতে হবে। এক্ষেত্রে আশা করা যায়, জুন-জুলাইয়ের মধ্যেই কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া আবার শুরু হবে। প্রসঙ্গত, এই নিয়োগ মামলা সংক্রান্ত অন্যান্য তথ্য ইতিমধ্যে আমাদের পোর্টালে দেওয়া হয়েছে, আগ্রহীরা দেখে নিতে পারেন।