প্রকাশিত হল ২০১৮ সালের মাধ্যমিকের ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী ৬৮৯ নম্বর পেয়ে এবছর প্রথম হয়েছে কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী সঞ্জীবনী দেবনাথ। দ্বিতীয় পূর্ব মেদিনীপুরের সাতগাছিয়া হাইস্কুলের ছাত্র শীর্ষেন্দু সাহা। প্রাপ্ত নম্বর ৬৮৮। তৃতীয় স্থানে তিনজন— ময়ূরাক্ষী সরকার, নীলাব্জ দাস ও মৃণ্ময় মণ্ডল। প্রাপ্ত নম্বর ৬৮৭।
এবছর মোট পাশের হার ৮৫.৪৯ শতাংশ। আগের বছর পাশের হার ছিল ৮৫.৬৫ শতাংশ। এবছর ১২ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত সারা রাজ্যের ২৮১৯টি সেন্টারে পরীক্ষা হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২ হাজার ৯২১। পাশ করেছে ৮ লক্ষ ৯৯ হাজার ৫৬৪ জন। জেলার মধ্যে পাশের হার সবথেকে থেকে বেশি পূর্ব মেদিনীপুরে, ৯৬.১৩ শতাংশ। ফলাফল দেখা যাচ্ছে http://wbbse.org, http://wbresults.nic.in/ লিঙ্কে।
আগামী বছর পরীক্ষা হবে ১২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত। পরীক্ষাসূচি— ১২ ফেব্রুয়ারি- প্রথম ভাষা
১৩ ফেব্রুারি- দ্বিতীয় ভাষা
১৫ ফেব্রুয়ারি- ইতিহাস
১৬ ফেব্রুয়ারি- ভূগোল
১৮ ফেব্রুয়ারি- অঙ্ক
১৯ ফেব্রুয়ারি- ভৌতবিজ্ঞান
২০ ফেব্রুয়ারি- জীবনবিজ্ঞান
২২ ফেব্রুয়ারি- ঐচ্ছিক বিষয়
http://wbbse.org ওয়েবসাইটে আগামী বছরের পরীক্ষা সংক্রান্ত নোটিফিকেসন দেখতে পারবেন।