Site icon জীবিকা দিশারী

মাধ্যমিক যোগ্যতায় দেশ জুড়ে গ্রামীণ ডাকসেবকের কয়েক হাজার পদে নিয়োগ প্রক্রিয়া

Gramin Dak Sevak, Postal Result, Gramin Dak sevak result

ডাক বিভাগে সারাদেশে আবার মাধ্যমিক যোগ্যতার বেশ কয়েক হাজার গ্রামীণ ডাকসেবক নিয়োগের (দ্বিতীয় পর্ব, সাইকেল-২) প্রক্রিয়া শুরু হয়েছে তা আমরা ইতিমধ্যেই জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=10398)। জানিয়েছি, দেশের যে-কোনো রাজ্যের বাসিন্দা একসঙ্গে এক ডাকসার্কেলে সর্বাধিক ৫টি পদ সহ অন্যান্য যে-কোনো সার্কেল মিলিয়ে সর্বাধিক ২০টি পদের জন্য এই অনলাইন আবেদন করতে পারেন। তবে একাধিক জায়গা/পদের জন্য নির্বাচিত হলেও নির্দিষ্ট মাপকাঠি অনুযায়ী (যেমন আপনার নির্বাচিত সবচেয়ে কাছের জায়গার শূন্যপদ অবশিষ্ট থাকলে) পাবেন এক জায়গা/পদের জন্য নিয়োগ, বাকিগুলি বাতিল হয়ে যাবে। শুরু হয়েছে ওড়িশা ও তামিলনাড়ুর শূন্যপদ পূরণের প্রক্রিয়া দিয়ে। ওই দুই রাজ্যের জন্য আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিল। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য/সার্কেলের সম্ভাব্য শূন্যপদের জন্যও এরপর ক্রমান্বয়ে আবেদন গ্রহণ শুরু হবে আশা করা যায়। ওড়িশার শূন্যপদ ৪৩৯২, তামিলনাড়ুর ৪৪৪২। ওই দুই সার্কেলের কোন ডিভিশন/ইউনিটে কত শূন্যপদ, কী পদ ইত্যাদির বিস্তারিত বিবরণ সহ পুরো বিজ্ঞপ্তি ও অনলাইন আবেদনের লিঙ্ক পাবেন এই ওয়েবপেজে: http://www.appost.in/gdsonline/Home.aspx

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়স, অন্যান্য শর্ত, ভাতা, কাজের প্রকৃতি ইত্যাদি জানতে পারবেন ওপরে বলা আমাদের পোর্টালের লিঙ্কে (https://jibikadishari.co.in/?p=10398)। আবার বলি, পশ্চিমবঙ্গ সার্কেলের শূন্যপদ ঘোষণা ও আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ এখনও হয়নি, তবে আবেদন করতে পারেন যে-কোনো সার্কেলের শূন্যপদের জন্য। প্রার্থী বাছাই হবে স্বয়ংক্রিয়ভাবে মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে।

Exit mobile version