মালদার স্কুলে চাকরি

420
0
malda-news-picture

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে তিনজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে।

১) কম্বিনেশনে ইতিহাস সহ বিএ পাশ অসংরক্ষিত।

২) কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাশ ওবিসি এ।

৩) কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাশ তপশিলি জাতি।

সবক্ষেত্রেই ট্রেনিং থাকলে অগ্রাধিকার।

যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৩ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

ঠিকানা: The President, Bhagabanpur KBS High School, PO Bhagabanpur, Dist Malda, Pin-732210.