মালদায় গ্রাম রোজগার সেবক

944
0
Purulia, Purulia Job, West Bengal Recruitment

নিজস্ব সংবাদদাতা: মালদা জেলায় এমজিএনআরইজিএ প্রকল্পে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর 3228/MGNREGA, Dated 20.11.2017

শূন্যপদ: ৭টি গ্রাম রোজগার সেবক।

শিক্ষাগত যোগ্যতা: ৫৫ শতাংশ নম্বর এবং ফিজিক্স ও কেমিস্ট্রি সহ সাধারণ বা ভোকেশনাল শাখায় উচ্চমাধ্যমিক পাশ সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬ মাসের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট। প্রার্থীকে কালিয়াচক-1 ব্লকের বাসিন্দা হতে হবে।

আবেদন পদ্ধতি: আগামী ৪ ডিসেম্বর, ২০১৭ তারিখের মধ্যে আবেদন পাঠাতে হবে। কালিয়াচক ডেভেলপমেন্ট ব্লক অফিসের ড্রপ বক্সে আবেদন জমা করতে হবে। ডাকযোগে আবেদন গ্রহণ করা হবে না। আবেদন পত্রের সঙ্গে বয়স, শিক্ষাগত যোগ্যতা, রেসিডেন্সিয়াল প্রুফ, জাকমাশুল সাঁটা ও নিজের ঠিকানা লেখা খাম এবং একটি পাসপোর্ট মাপের ছবি দিতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য প্রার্থীদের আগামী ৯ ডিসেম্বর, ২০১৭ তারিখে ডাকা হবে।

আবেদন পত্রের নমুনা : http://malda.gov.in/