মালদা জেলায় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে-কোনো ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি নম্বর – DLSC/PS/GP/Malda/01/294/P, Dated: 01/03/2019
পঞ্চায়েত সমিতি স্তরে—
ব্লক ইনফরমেটিক্স অফিসার: মোট ২ টি পদে (অসংরক্ষিত ইসি ১, ওবিসি-বি ইসি ১)।
যোগ্যতা: কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক বা, কম্পিউটারে সায়েন্স অনার্স নিয়ে স্নাতক ডিগ্রি , বা ডোয়েক “এ” লেভেল সার্টিফিকেট সহ যে-কোনো শাখায় স্নাতক। এছাড়াও ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ বিটেক (আইটি)/বিএসসি (আইটি)/কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক অঅথবা যে সব প্রার্থীদের ডোয়েক ‘বি’ বা ‘সি’ লেভেল সার্টিফিকেট সহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি/ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন নিয়ে ৩ বছরের ডিপ্লোমা আছে তাঁরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।
বেতনক্রম: পে ব্যান্ড ৩ অনুযায়ী, মূল বেতন ৭,১০০ – ৩৭৬০০ + ৩৯০০ টাকা + অন্যান্য ভাতা।
সমিতি এডুকেশন অফিসার: মোট ১ টি পদে (অসংরক্ষিত ইসি ) নিয়োগ হবে।
যোগ্যতা: ১) স্নাতক সহ পোস্ট গ্র্যাজুয়েট বিএড ডিগ্রি বা, ২) স্নাতক সহ প্রাইমারি/সেকেন্ডারি স্কুলে / গভর্নমেন্ট স্পন্সর্ড অল্টারনেটিভ এডুকেশন সিস্টেমে / ম্যানেজমেন্ট অব এডুকেশনে ৩ বছরের শিক্ষকতার বা কাজের অভিজ্ঞতা লাগবে।
বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।
বেতনক্রম: পে ব্যান্ড ৩ অনুযায়ী মূল বেতন ৭,১০০ – ৩৭৬০০ + ৩৬০০ টাকা + অন্যান্য ভাতা ।
গ্রাম পঞ্চায়েত স্তরে—
নির্মাণ সহায়ক: মোট ২৪ টি পদে (অসংরক্ষিত ৩, অসংরক্ষিত ইসি ৩, অসংরক্ষিত পিডব্লিউডি ১, এসসি ২, এসসি ইসি ৫, এসটি ১, এসটি ইসি ৪, ওবিসি-এ ১, ওবিসি-এ ইসি ২, ওবিসি-বি ইসি ১, ওবিসি-বি ১) নিয়োগ হবে।
যোগ্যতা: রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।
বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।
বেতনক্রম : পে ব্যান্ড ৪ অনুযায়ী মূল বেতন ৯০০০ – ৪০৫০০ + ৪৪০০ + অন্যান্য ভাতা
এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট: মোট ৯ টি (অসংরক্ষিত ১, অসংরক্ষিত ইসি ২, অসংরক্ষিত মেরিটোরিয়াস স্পোর্টসপার্সন ১, এসসি ৩, এসটি ইসি ১, ওবিসি-এ ১) পদ রয়েছে।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে। সোশ্যাল ওয়ার্কে বা রুরাল ডেভেলপমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার হবে।
বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।
বেতনক্রম: পে ব্যান্ড ৩ অনুযায়ী ৭,১০০ – ৩৭৬০০ + ৩৬০০ + অন্যান্য ভাতা
গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি: মোট ২৬ টি পদে (অসংরক্ষিত ৯, অসংরক্ষিত ইসি ৪, অসংরক্ষিত পিডব্লিউডি ১, অসংরক্ষিত মেরিটোরিয়াস স্পোর্টসপার্সন ১, এসসি ৪, এসসি ইসি ১, এসটি ১, এসটি ইসি ১, ওবিসি-এ ২ ওবিসি-এ ইসি ১, ওবিসি-বি ১) নিয়োগ হবে।
বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।
বেতনক্রম: পে ব্যান্ড ২ অনুযায়ী মূল বেতন ৫৪০০ – ২৫২০০ + ২৬০০ + অন্যান্য ভাতা
আবেদন পদ্ধতি: প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ৫ এপ্রিল, ২০১৯। অনলাইনে আবেদন করার পর একটি ইউনিক রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যাবে, সেটি রেখে দিতে হবে। সাবিমিট করা আবেদন পত্রের একটি প্রিন্ট-আউট বের করে রেখে দিতে হবে। অনলাইনে আবেদন করার সময় ১০০ কেবির মধ্যে ৩.৫ সেমি x ৪.৫ সেমি সাইজ ছবি ও ১০০ কেবির মধ্যে ২৫০ পিক্সেল x ৮০ পিক্সেল মাপের স্বাক্ষর আপলোড করতে হবে।
পরীক্ষা পদ্ধতি: ব্লক ইনফরমেটিক্স পদের জন্য ৬৫ নম্বরের এমসিকিউ, ২০ নম্বরের প্র্যাকটিকাল ও ১৫ নম্বরের মৌখিক পরীক্ষা হবে। বাকি পদগুলির জন্য ৮৫ নম্বরের লিখিত এমসিকিউ পরীক্ষা ও ১৫ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।
বিস্তৃত বিজ্ঞপ্তি জানার লিঙ্ক: https://maldadlsc.org/images/DLSC_2019.pdf
অনলাইনে আবেদন করার লিঙ্ক: https://maldadlsc.org/
Malda Jobs, Malda Districet Recruitment, Malda, WB Jobs