মিশ্র ধাতু নিগম লিমিটেডে ৩৮ জন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে, আপাতত এক বছরের চুক্তিতে নিয়োগ হলেও পরবর্তীকালে চুক্তির মেয়াদতিন বছর পর্যন্ত বাড়ানো হতে পারে৷ এইনিয়োগেরবিজ্ঞপ্তি নম্বর: MDN/HR/FTC/1/2020.
শূন্যপদ: ৩৮ (অসংরক্ষিত ১৫, ওবিসি ১১, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২, ইডব্লুএস ৫)৷
যোগ্যতা: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হওয়ার পর অন্তত এক বছরের ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা৷ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ১৮ সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে৷
পারিশ্রমিক: প্রতি মাসে ২৫৯৩০ টাকা৷
বয়সসীমা: ১৮ সেপ্টেম্বর ২০২০ তারিখের হিসাবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷
প্রার্থী বাছাই পদ্ধতি: ওয়াক-ইন-সিলেকশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ ওয়াক-ইন-সিলেকশন হবে আগামী ৩ অক্টোবর, এই ঠিকানায়: Brahm Prakash DAV School, MIDHANI Township, Hyderabad-500058. সকাল ৭.৩০-এর মধ্যে পৌঁছতে হবে৷
ওয়াক-ইন-সিলেকশনের দিন যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও এক সেট জেরক্স এবং সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের দুটি ছবি সঙ্গে নিয়ে যেতে হবে৷
https://midhani-india.in/WordPress-content/uploads/2018/11/Detailed-Advertisement18092020-1.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন৷
Apprentice, Apprentice Trainee
লাইভ টিভি দেখুন:https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল