মুর্শিদাবাদে নির্মাণ সহায়ক পরীক্ষার অ্যাডমিট কার্ড

1664
0
Folafal Final Pic

মুর্শিদাবাদের 1834/P@RD dt. 21-09-2017-এর বিজ্ঞপ্তি অনুসারে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর, এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, নির্মাণ সহায়ক ও সহায়ক পদের লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে। www.murshidabad.gov.in ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। ডাকযোগে কোনো অ্যাডমিট কার্ড পাঠানো হবে না। কেবলমাত্র পঃ বঃ এমপ্লয়মেন্ট ডিরেক্টরেট, এবং জেলা সৈনিক বোর্ড কর্তৃক স্পনসর্ড (যথাক্রমে ইসি ও প্রাক্তন সেনাকর্মী) প্রার্থীদের অ্যাডমিট কার্ড স্পিড পোস্টে পাঠানো হবে। লিখিত পরীক্ষা হবে ২২ জুলাই ২০১৮ তারিখে।

যে-কোনো রকম তথ্যের জন্য মুর্শিদাবাদ জেলাশাসকের অফিসের DP & RDO, Section-এ (New Administartive Building, Berhampore, Murshidabad), Room No 115-তে যোগাযোগ করতে হবে। অ্যাডমিট কার্ড সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ০৩৪৮২-২৫১০৬৮ হেল্পলাইন নম্বরে কাজের দিনগুলিতে সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকা ৫ টা ৩০ মিনিট পর্যন্ত ফোন করে নিয়ে পারেন।