মুর্শিদাবাদে ২১ ক্লার্ক, মজদুর, ইনস্পেক্টর, অন্যান্য পদে

1502
0

মুর্শিদাবাদ পৌরসভায় একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর 897/MM dated: 27/07/2018

শূন্যপদ: ক্লার্ক ৩ (অসংরক্ষিত ১, এসসি ১, অসংরক্ষিত ইসি ১), অ্যাসেসমেন্ট ইনস্পেক্টর ১ (অসংরক্ষিত), লাইটিং সুপারভাইজার ১ (অসংরক্ষিত), ড্রাইভার ১ (অসংরক্ষিত), মজদুর ১৫ (অসংরক্ষিত ৩, এসসি ৩, অসংরক্ষিত ইসি ২, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ১, অসংরক্ষিত পিডব্লুডি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১, ওবিসি-এ ইসি ১, এসসি ইসি ১, এসটি ১)।

শিক্ষাগত যোগ্যতা:

ক্লার্ক— সরকারি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ। কম্পিউটার ও টাইপিং জানা থাকলে  অগ্রাধিকার।

অ্যাসেসমেন্ট নস্পেক্টর — সরকারি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল  উত্তীর্ণ। সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে  সার্ভেয়রশিপ বা সমতুল টেকনিক্যাল শিক্ষা থাকতে  হবে।

লাইটিং সুপারভাইজার— সরকারি স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ, সঙ্গে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিশিয়ান সার্টিফিকেট থাকতে হবে।

ড্রাইভার— সরকার স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ, হেভি ড্রাইভিং লাইসেন্স ও পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মজদুর— সরকার স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ। ভালো শারীরিক সক্ষমতা  ও স্পোর্টসম্যানশিপ থাকলে ও বাংলা লিখতে, পড়তে জানলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: অ্যাসেসমেন্ট ইনস্পেক্টর পদের জন্য ২১ থেকে ৪০ এবং বাকি পদগুলির জন্য ১৮ থেকে ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। বয়সসীমা হিসাবে হবে ১ জুলাই, ২০১৮ অনুযায়ী।

বেতনক্রম (মূল বেতন):

ক্লার্ক ৫৪০০-২৫২০০ টাকা, গ্রেড পে ২৬০০ টাকা।

অ্যাসেসমেন্ট ইনস্পেক্টর ৫৪০০-২৫২০০ টাকা, গ্রেড পে ২৯০০ টাকা।

লাইটিং সুপারভাইজার ৫৪০০-২৫২০০ টাকা, গ্রেড পে ২৩০০ টাকা।

ড্রাইভার ৫৪০০-২৫২০০, গ্রেড পে ২৩০০ টাকা।

মজদুর ৪৯০০-১৬২০০, গ্রেড পে ১৭০০ টাকা।

অন্যান্য ভাতাও আছে।

আবেদন পদ্ধতি: আগামী ১৭ আগস্ট বিকেল চারটের মধ্যে আবেদন পৌঁছতে হবে ডাকে বা সরাসরি গিয়ে বাক্সে জমা দিয়ে, এই বয়ানে:

(i) Name of Applicant (in Block letters)

(ii) Father’s/Husband’s Name

(iii) Address

(a) Present

(b) Permanent

(iv) Educational Qualification

(v) Date of Birth

(vi) Nationality

(vii) Category (Gen/SC/ST/OBC/Ex-Serviceman/Physically Handicapped)

(viii) Experience if any/ Extra Curricular Activities.)

(ix) Signature of the Applicant

আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের নিজের অ্যাটেস্টেড কপি দিতে হবে, একটি পাসপোর্ট মাপের সাম্প্রতিক তোলা রঙিন ছবি সেঁটে দিতে হবে দরখাস্তের ডানদিকের ওপরের কোনায়। আবেদন পত্রের খামের উপর উল্লেখ করে দিতে হবে– “Application for the post of …………”

 আবেদন পাঠানোর ঠিকানা: The Chairman, Murshidabad Municipality, Lalbagh, PO & Dist– Murshidabad, PIN-742149

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাবে এই লিঙ্কে: http://www.murshidabadmunicipality.org/download/Employment_Notice_2018.pdf