মুর্শিদাবাদ জেলা আদালতে চুক্তির ভিত্তিতে পিওন, বেঞ্চ ক্লার্ক, স্টেনো

1814
0
Murshidabad District Judges Court, , Jobs in West Bengal

মুর্শিদাবাদ জেলা আদালতে চুক্তির ভিত্তিতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ইংলিশ স্টেনো-টাইপিস্ট ২টি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক, সঙ্গে ইংলিশ শর্ট-হ্যান্ড স্পিড ৮০টি শব্দ প্রতি মিনিট, টাইপ স্পিড ৩০টি শব্দ প্রতি মিনিট।  বাংলা ভাষায় জ্ঞান এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে।

বেঞ্চ ক্লার্ক ২টি পদের জন্য যোগ্যতা লাগবে মাধ্যমিক পাশ। বাংলা ভাষায় জ্ঞান এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে।

১ টি পিওন পদের জন্য যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

প্রতিটি পদের জন্যেই ১ সেপ্টেম্বর, ২০১৯ অনুযায়ী বয়সসীমা সর্বোচ্চ ৬১ বছর।

আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত বয়ানে পূরণ করা আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিজের সমস্ত প্রয়োজনীয় নথির নিজের অ্যাটেস্টেড কপি, নিজের ঠিকানা লেখা ও ৫ টাকার স্ট্যাম্প লাগানো একটি খাম দিতে হবে। আর আবেদন ফি হিসাবে ডিমান্ড ড্রাফট দিতে হবে। আবেদন ফি ২০০ টাকা। ডিমান্ড ড্রাফট হবে— The District Judge, Murshidabad-এর অনুকূলে, payable at Berhampore.

আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন পৌঁছতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: The District Judge, Murshidabad, Berhampore, Pin-742101

আবেদন পত্রের নমুনা বিজ্ঞপ্তির লিঙ্ক: http://www.drcmurshidabad.in/notice/284065_2019-Emp-Notification-FTC.pdf

 

 

 

Murshidabad District Judges Court, , Jobs in West Bengal