Site icon জীবিকা দিশারী

মেকনে ১৩৩ অ্যাকাউন্ট্যান্ট, ইঞ্জিনিয়ার


কেন্দ্রীয় সরকারের ইস্পাত মন্ত্রকের অধীন মেকন লিমিটেডে ১৩৩ জন অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র এগজিকিউটিভ, সেফটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র এগজিকিউটিভ নিয়োগ করা হবে, এক বছরের চুক্তিতে। পরবর্তীকালে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। একজন যে-কোনো একটি পদের জন্য আবেদন করতে পারবেন। Ref.Adv No. 11.73 4.1/2019/Cant/03 Dated: 23/05/2019.

শূন্যপদ: অ্যাকাউন্ড্যান্ট: ৯, জুনিয়র এগজিকিউটিভ (ফিনান্স): ৫, সেফটি অফিসার: ১০, অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): ৬, হেড (সিজিডি প্রোজেক্ট): ২০, প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (সিভিল): ১৬, প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): ১২, জুনিয়র ইঞ্জিনিয়ার (সার্ভে/ সিভিল): ১৬, জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): ১৪, অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): ৫, এগজিকিউটিভ (পারচেজ অ্যান্ড স্টোরস): ৬, জুনিয়র ইঞ্জিনিয়ার (স্ট্রাকচারাল): ৬। সিনিয়র এগজিকিউটিভ কনট্রাক্টস: ৮।

যোগ্যতা ও বয়স: অ্যাকাউন্ট্যান্ট: বিকম পাশ। সংশ্লিষ্ট কাজে অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকা দরকার। বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর।

জুনিয়র এগজিকিউটিভ (ফিনান্স): সিএ/ সিএমএ, সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু বছরের অভিজ্ঞতা। বয়সের উর্ধ্বসীমা ৩২ বছর।

সেফটি অফিসার: গ্র্যাজুয়েট সঙ্গে অন্তত এক বছরের সময়সীমার ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে ডিপ্লোমা অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সঙ্গে অন্তত এক বছরের সময়সীমার ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে ডিপ্লোমা। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকা দরকার। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।

অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি সহ ইলেক্ট্রিক্যাল ইনস্টলেশনের ডিজাইন, ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিতে অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকা দরকার। বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর।

হেড (সিজিডি প্রোজেক্ট): ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। অয়েল ও গ্যাস সেক্টরে ১১ বছর, ১৬ বছর বা ২১ বছরের অভিজ্ঞতা থাকা দরকার। ১১ বছরের অভিজ্ঞতার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর, ১৬ বছরের ক্ষেত্রে ৫০ বছর ও ২১ বছরের ক্ষেত্রে ৫৫ বছর।

প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (সিভিল): সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি। সিভিল ওয়ার্কে ডিজাইন, ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিতে অন্তত ৬ বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।

প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি। অন্তত ৬ বছরের অভিজ্ঞতা থাকা দরকার। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।

জুনিয়র ইঞ্জিনিয়ার (সার্ভে/ সিভিল): সার্ভে/ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। সার্ভে বা বিল্ডিংয়ের কাজে অন্তত দু বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর।

জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর।

অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে অন্তত দু বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর।

এগজিকিউটিভ (পারচেজ অ্যান্ড স্টোরস): যে-কোনো ডিসিপ্লিনে বিই/ বিটেক ও বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা গ্র্যাজুয়েট সঙ্গে মেটিরিয়াল ম্যানেজমেন্টে এমবিএ। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৬ বছরের অভিজ্ঞতা থাকা দরকার। বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর।

জুনিয়র ইঞ্জিনিয়ার (স্ট্রাকচারাল): সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর।

সিনিয়র এগজিকিউটিভ কন্ট্র্যাক্টস: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি। কন্ট্র্যাক্টিং কাজে ৬ বছর (বয়সের ঊর্ধ্বসীমা ৪ বছর), ১১ বছর (বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর) বা ১৬ বছরের অভিজ্ঞতা থাকা দরকার (বয়সের ঊর্ধ্বসীমা ৫০ বছর)। শিক্ষাগত যোগ্যতা ও বয়স সম্পূর্ণ হতে হবে ২৩ মে ২০১৯ তারিখের মধ্যে।

প্রার্থী বাছাই পদ্ধতি: পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১০০০ টাকা। ব্যাঙ্ক অব বরোদার লালপুর, রাঁচি, ঝাড়খণ্ড শাখার মেকন লিমিটেডের কারেন্ট অ্যাকাউন্টে (অ্যাকাউন্ড নম্বর: ৪১১১০২০০০০০১৯২, আইএফএসসি কোড BARB0KAKRAN) যে-কোনো ব্যাঙ্কে জমা দিতে হবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.meconlimited.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর ও প্যান কার্ড থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

 

 

 

 

 

Exit mobile version