Site icon জীবিকা দিশারী

মেকনে ৮০ অ্যাসিঃ প্রোজেক্ট ইঞ্জিনিয়ার


ভারত সরকারের মেকন লিমিটেডে তিনটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ৮০ জন অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

১) বিজ্ঞপ্তি নম্বর: 11.73.4.1/2018/Cont/05 dated : 27/07/2018

শূন্যপদ, যোগ্যতা, বয়স পারিশ্রমিক: পোস্ট কোড ০১: অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): শূন্যপদ ৬। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর সংশ্লিষ্ট ফিল্ডে অন্তত দু বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। প্রতি মাসে ৩৫০০০ টাকা।

পোস্ট কোড ০২: অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ১৪। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি। সংশ্লিষ্ট ফিল্ডে দু বছরের অভিজ্ঞতা। পারিশ্রমিক ৩৫০০০ টাকা।

পোস্ট কোড ০২(এ): অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ১৬। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। সংশ্লিষ্ট ফিল্ডে চার বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। পারিশ্রমিক ৩৫০০০ টাকা।

পোস্ট কোড ১২: অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার): শূন্যপদ ৭। আর্কিটেকচারে ডিগ্রি। ৩ডি বা সমতুল সফটওয়্যারের জ্ঞান থাকতে হবে। পারিশ্রমিক ৩২০০০ টাকা।

২) বিজ্ঞপ্তি নম্বর: 11.73.4.1/2018/Cont/06  Dated: 27/07/2018.

শূন্যপদ, যোগ্যতা, বয়স পারিশ্রমিক: পোস্ট কোড ০১: অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ৮। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। ডিজাইন ইঞ্জিনিয়ারিং এবং সিভিল বিল্ডিং কনস্ট্রাকশন কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর। পারিশ্রমির ৩৫০০০ টাকা।

পোস্ট কোড ০৪: প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ৮। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। ডিজাইন ইঞ্জিনিয়ারিং এবং সিভিল বিল্ডিং কনস্ট্রাকশন কাজে দশ বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩৭ বছর। পারিশ্রমিক ৪৫০০০ টাকা।

৩) বিজ্ঞপ্তি নম্বর: 11.73.4.1/2018/Cont/07   Dated: 27/07/2018.

শূন্যপদ, যোগ্যতা, বয়স পারিশ্রমিক: পোস্ট কোড ০৬: অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): শূন্যপদ ৬। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি সঙ্গে লেভেল টু এনডিটি সার্টিফিকেট। সংশ্লিষ্ট ফিল্ডে দু বছরের কাজের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। পারিশ্রমিক ৩৫০০০ টাকা।

পোস্ট কোড ০৮: অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ৮। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি। ডিজাইন ইঞ্জিনিয়ারিং এবং সিভিল বিল্ডিং কনস্ট্রাকশন কাজে দু বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। পারিশ্রমিক ৩৫০০০ টাকা।

পোস্ট কোড ০৯: প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ৭। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। ডিজাইন ইঞ্জিনিয়ারিং এবং সিভিল বিল্ডিং কনস্ট্রাকশন কাজে ছয় বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩৩ বছর। পারিশ্রমিক ৪৫০০০ টাকা।

সবক্ষেত্রেই বয়স হতে হবে ৩১ জুলাই ২০১৮ তারিখের হিসেবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না। অনালইনে আবেদনের ফি দিতে হবে অ্যাকাউন্ট নম্বর- ৪১১১০২০০০০০১৯২, ব্যাঙ্ক অব বরোদা, লালপুর রাঁচি ব্র্যাঞ্চ, আইএফএসসি কোড-BARB0LALRAN (পঞ্চম ক্যারেক্টারটি হল জিরো)।

আবেদনের পদ্ধতি: www.meconlimited.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২০ আগস্ট ২০১৮ তারিখ পর্যন্ত।

Exit mobile version