ম্যাজাগন ডকে ইন্টারভিউ স্থগিত

748
0
Mazagon dock apprentice 2022

ম্যাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডে ২০১৯-২০ ব্যাচের গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নিয়োগের নথিপত্র যাচাই ও ইন্টারভিউ আপাতত স্থগিত করা হল৷ ১ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত নথিপত্র যাচাই ও ইন্টারভিউ হওয়ার কথা ছিল, বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের জন্য আপাতত নথিপত্র যাচাই ও ইন্টারভিউ স্থগিতের কথা ম্যাজাগন ডকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে৷ ইন্টারিভউয়ের পরবর্তী তারিখ সময়মতো জানিয়ে দেওয়া হবে৷ https://mazagondock.in/writereaddata/career/Notice_Related_to_postponment_of_Document_verification_&_Interviews_for_Selection_of_Graduate&_Diploma_Apprentices_Batch_2019_20_330202014907PM.pdf লিঙ্কে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷