ম্যাজাগন ডকে ৩৮২ অ্যাপ্রেন্টিস

685
0

ম্যাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডে ৩৮২ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: MDLATS/01/2018. নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

গ্রুপশূন্যপদ: ক্রমিক সংখ্যা ১: ইলেক্ট্রিশিয়ান: শূন্যপদ ৩৯ (অসংরক্ষিত ২৩, ওবিসি ১০, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ৩)। ক্রমিক সংখ্যা ২: ফিটার: শূন্যপদ ৬১ (অসংরক্ষিত ৩৪, ওবিসি ১৬, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৫)। ক্রমিক সংখ্যা ৩: পাইপ ফিটার: শূন্যপদ ৪৪ (অসংরক্ষিত ২৬, ওবিসি ১১, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৩)। ক্রমিক সংখ্যা ৪: স্ট্রাকচারাল ফিটার: শূন্যপদ ৩০ (অসংরক্ষিত ১৮, ওবিসি ৮, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২)।

গ্রুপ বিশূন্যপদ: ক্রমিক সংখ্যা ১: আইসিটিএসএম: শূন্যপদ ১৫ (অসংরক্ষিত ৯, ওবিসি ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ২: ইলেক্ট্রনিক মেকানিক: শূন্যপদ ২৯ (অসংরক্ষিত ১৮, ওবিসি ৮, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২)। ক্রমিক সংখ্যা ৪: স্ট্রাকচারাল ফিটার (এক্স আইটিআই ফিটার): শূন্যপদ ৫২ (অসংরক্ষিত ২৯, ওবিসি ১৪, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৪)।

গ্রুপ সিশূন্যপদ: ক্রমিক সংখ্যা ১: রিগার: শূন্যপদ ৪৮ (অইসংরক্ষিত ২৮, ওবিসি ১২, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৪)। ক্রমিক সংখ্যা ২: ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): শূন্যপদ ৩৪ (অসংরক্ষিত ২০, ওবিসি ৯, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)।

ট্রেনিংয়ের সয়মসীমা ও স্টাইপেন্ড: গ্রুপ ‘এ’ পদের ক্ষেত্রে ট্রেনিংয়ের সময়সীমা দু বছর। প্রথম বছরে মাসে ৭১৬৫ টাকা ও দ্বিতীয় বছরে মাসে ৮১৮৯ টকা স্টাইপেন্ড দেওয়া হবে। গ্রুপ ‘বি’ পদের ক্ষেত্রে ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর। প্রতি মাসে ৯২১২ টাকা করে স্টাইপেন্ড। গ্রুপ ‘সি’ পদের ক্ষেত্রে ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর তিন মাস। প্রথম বছরে মাসে ৭১৬৫ টাকা ও দ্বিতীয় বছরে মাসে ৮১৮৯ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

বয়সসীমা: গ্রুপ ‘এ’-র ক্ষেত্রে বয়স হতে হবে ১৫-১৯ বছরের মধ্যে, গ্রুপ ‘বি’-র ক্ষেত্রে ১৬-২১ বছরের মধ্যে, গ্রুপ ‘সি’-র ক্ষেত্রে ১৪-১৮ বছরের মধ্যে। সবক্ষেত্রেই ১ জুলাই ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: গ্রুপ ’: জেনারেল সায়েন্স ও ম্যাথমেটিক্স সহ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে প্রথম প্রচেষ্টায় এসএসসি পাশ করে থাকতে হবে (তপশিলি জাতি/ উপজাতিদের ক্ষেত্রে প্রথম প্রচেষ্টায় পাশ করলেই আবেদন করতে পারবেন নম্বরের বাধ্যবাধকতা নেই)। উচ্চ যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এসএসসি-র নম্বরই দেখা হবে।

গ্রুপ বি’: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ট্রেডে প্রথম প্রচেষ্টায় আইটিআই পাশ (তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে প্রথম প্রচেষ্টায় পাশ করেলই আবেদন করতে পারবেন, নম্বরের কোনো বাধ্যবাধকতা নেই)। আইটিআই-এর অন্তিম বছরের প্রার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।

গ্রুপ সি’: সায়েন্স ও ম্যাথমেটিক্স সহ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ১০+২ পদ্ধতিতে প্রথম প্রচেষ্টায় অষ্টম শ্রেণি পাশ (তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে প্রথম প্রচেষ্টায় পাশ করেলই আবেদন করতে পারবেন, নম্বরের কোনো বাধ্যবাধকতা নেই)। উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অষ্টম শ্রেণির নম্বর বিচার্য হবে।

আবেদনের পদ্ধতি: www.mazagondock.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩ আগস্ট ২০১৮ তারিখ পর্যন্ত। আইটিআই প্রার্থীরা গ্রুপ ‘এ’ ও ‘সি’ পদের জন্য আবেদন করতে পারবেন না। কোনো প্রার্থীর যোগ্যতা থাকলে গ্রুপ ‘এ’ ও ‘সি’ পদের জন্য আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে আলাদা-আলাদা করে আবেদনপত্র জমা করতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।