যুবশ্রী প্রকল্পে জরুরি নির্দেশ

1652
0
Yubashree, WB JOBS

রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে “অ্যানেক্সচার-৩” (ANNEXURE– III) ফর্ম জমা দেওয়ার জন্য পুনরায় তারিখ দেওয়া হল। এর আগেও বছরের শুরুতে ২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি ফর্মটি জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এবার আবার সুযোগ দেওয়া হল, নতুন নির্দেশিত তারিখের মধ্যে অবশ্যই ফর্মটি পূরণ করতে হবে।

যাঁরা এখনও পর্যন্ত অ্যানেক্সচার-৩ ফর্মটি পূরণ করে জমা দেননি, তাঁদের আগামী ২ জুলাই থেকে ১৬ জুলাই, ২০১৮ তারিখের মধ্যে জমা করতে হবে। ওয়েবসাইটে গিয়ে SUBMIT ANNEXURE LINK – III লিঙ্কটির মাধ্যমে জমা দিয়ে হবে। এই বিষয়ে তাঁরা প্রয়োজনে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ-এর সাহায্য নিতে পারেন।

এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইট – https://employmentbankwb.gov.in/