যোগ্যতা ও সংরক্ষণের কোড

schedule
2017-12-21 | 10:54h
update
2017-12-21 | 10:54h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

পরীক্ষাকেন্দ্র: পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের পরীক্ষাকেন্দ্র এবং ব্র‌্যাকেটে কোড নম্বর: কলকাতা (৪৪১০), মেদিনীপুর (৪৪১৩), চুঁচড়া (৪৪০৫), শিলিগুড়ি (৪৪১৫), জলপাইগুড়ি (৪৪০৮), মালদহ (৪৪১২),  পোর্ট ব্লেয়ার (৪৮০২), সম্বলপুর (৪৬০৯), গ্যাংটক (৪০০১), ভুবনেশ্বর (৪৬০৪), কটক (৪৬০৫), রাঁচি (৪২০৫), বেরহ্যামপুর (৪৪০৩), কেওনঝারগড় (৪৬০৬), ভাগলপুর (৩২০১), পাটনা (৩২০৬), মজফফরপুর (৩২০৫), গুয়াহাটি (ডিসপুর) (৫১০৫), ডিব্রুগড় (৫১০২), জোরহাট (৫১০৭), শিলচর (৫১১১), ইটানগর (৫০০১), ইম্ফল (৫৫০১), শিলং (৫৪০১), আইজল (৫৭০১), কোহিমা (৫৩০২), চূড়াচাঁদপুর (৫৫০২), আগরতলা (৫৬০১), গোয়ালপাড়া (৫১০৪), তুরা (৫৪০২), তেজপুর (৫১১২), লখিমপুর (৫১০৯)।

স্টাফ সিলেকশনের দরখাস্তে যোগ্যতার উল্লেখ করবেন এইসব কোড নম্বরে: ইন্টারমিডিয়েট/ উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হলে কোড নম্বর (০২), সার্টিফিকেট (০৩), ডিপ্লোমা (০৪), বিএ (০৫), বিএ (অনার্স) (০৬), বিকম (০৭),  বিকম (অনার্স) (০৮), বিএসসি (০৯), বিএসসি (অনার্স) (১০), বিএড (১১), এলএলবি (১২), বিই (১৩), বি টেক (১৪), এএমআইই (পার্ট এ অ্যান্ড পার্ট বি) (১৫), বি এসসি (ইঞ্জিনিয়ার) (১৬), বি সি এ (১৭), বিবিএ (১৮), গ্র‌্যাজুয়েশন ইসুড বাই ডিফেন্স (ইন্ডিয়ান আর্মি, এয়ার ফোর্স, নেভি) (১৯), বি লিব (২০), বি ফার্ম (২১), আইসিডব্লুএ (২২), সি এ (২৩), পি জি ডিপ্লোমা (২৪), এম এ (২৫), এম কম (২৬), এম এসসি (২৭), এম এড (২৮), এলএলএম (২৯), এম ই (৩০), এম টেক (৩১), এম এসসি (ইঞ্জিনিয়ারিং) (৩২), এম সি এ (৩৩), এম বি এ (৩৪), অন্যান্য (৩৫)।

Advertisement

সংরক্ষণের কোড নম্বর: তপশিলি (০১), ওবিসি (০২), শারীরিক প্রতিবন্ধী (০৩), শারীরিক প্রতিবন্ধী+ওবিসি (০৪), শারীরিক প্রতিবন্ধী + তপশিলি (০৫), প্রাক্তন সেনাকর্মী (০৯), কেন্দ্রীয় সরকারি অসামরিক কর্মচারী+ তিন বছরের নিয়মিত বেতনে কাজ করে থাকলে (১৫), কেন্দ্রীয় সরকারি অসামরিক কর্মচারী+ তিন বছরের নিয়মিত বেতনে কাজ করে থাকলে+ তপশিলি (১৯), বিধবা/ ডিভোর্সি/ আইনত পতিসঙ্গবিচ্ছিন্না মহিলারা আবার বিয়ে না করে থাকলে (২৪), বিধবা/ডিভোর্সি আইনত পতিসঙ্গবিচ্ছিন্না মহিলারা আবার বিয়ে না করে থাকলে + ওবিসি (২৫), বিধবা/ ডিভোর্সি/ আইনত পতিসঙ্গবিচ্ছিন্না মহিলারা আবার বিয়ে না করে থাকলে + তপশিলি (২৬), যুদ্ধে পঙ্গু প্রাক্তন সেনাকর্মী (২৭), যুদ্ধে পঙ্গু প্রাক্তন সেনাকর্মী + ওবিসি (২৮), যুদ্ধে পঙ্গু প্রাক্তন সেনাকর্মী + তপশিলি (২৯)।

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2024 - 02:10:10
Privacy-Data & cookie usage: