রাজস্থান হাইকোর্টে ১,৩৭১ গ্রুপ-ডি নিয়োগ

schedule
2018-03-26 | 10:06h
update
2018-03-26 | 10:06h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

রাজস্থান হাইকোর্টের অধীনে বিভিন্ন জেলা আদালতে ২,৩০৯ জন গ্রুপ-ডি কর্মী (অফিস চাপরাসি/সমতুল পদে) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নং রা.উ.ন্যা.জো./পরীক্ষা প্রকোষ্ঠ/অধীনস্থ ন্যায়ালয়/চতুর্থ শ্রেণী কর্মচারী/২০১৮/৬৪, তারিখ ০৮/০২/২০১৮ ও সংশোধনী: রা.উ.ন্যা.জো./পরীক্ষা প্রকোষ্ঠ/২০১৮/১৪০, তারিখ ১২.০৩.২০১৮। মোট ওই শূন্যপদের মধ্যে অসংরক্ষিত পদগুলির জন্য পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের প্রার্থীরাও আবেদন করতে পারেন, অর্থাৎ তাঁরা সংরক্ষণের কোনো সুবিধা পাবেন না। অসংরক্ষিত পদের সংখ্যা ১,৩৭১ (আজমিরে পুরুষ ৮৩, মহিলা ৩৩, বিধবা ২, আলোয়ারে পুরুষ ৪৮, মহিলা ১৪, বিধবা ৬, বিবাহবিচ্ছিন্না ১, বালোতরায় পুরুষ ৩৮, মহিলা ১০, বিধবা ৪, বিবাহবিচ্ছিন্না ১, বারাংয়ে পুরুষ ২৮, মহিলা ৮, বিধবা ২, বিবাহবিচ্ছিন্না ১, ভরতপুরে পুরুষ ৩৫, মহিলা ১১, বিধবা ৪, বিবাহবিচ্ছিন্না ১, ভিলোয়ারায় পুরুষ ৪১, মহিলা ১২, বিধবা ৫, বিবাহবিচ্ছিন্না ১, বিকানিরে পুরুষ ২০, মহিলা ৫, বিধবা ২, বিবাহবিচ্ছিন্না ১, বুন্ডিতে পুরুষ ২৪, মহিলা ৭, বিধবা ৩, বিবাহবিচ্ছিন্না ১, চিতোরগড়ে পুরুষ ৫২, মহিলা ১৫, বিধবা ৬, বিবাহবিচ্ছিন্না ১, চুরুতে পুরুষ ২৪, মহিলা ৬, বিধবা ২, বিবাহবিচ্ছিন্না ১, দওসায় পুরুষ ১৩, মহিলা ৪, বিধবা ১, ধৌলপুরে পুরুষ ২৫, মহিলা ১১, হনুমানগড়ে পুরুষ ৩২, মহিলা ৯, বিধবা ৪, বিবাহবিচ্ছিন্না ১, জয়পুর মহানগরে পুরুষ ৮, মহিলা ২, বিধবা ১, জয়পুর জেলায় পুরুষ ২১, মহিলা ৭, বিবাহবিচ্ছিন্না ২, জয়সলমিরে পুরুষ ১৪, মহিলা ৪, বিধবা ২, জালৌরে পুরুষ ২১, মহিলা ৬, বিধবা ২, ঝালোয়ারে পুরুষ ২৮, মহিলা ৮, বিধবা ২, বিবাহবিচ্ছিন্না ১, ঝুনঝুনুতে পুরুষ ১৮, মহিলা ৭, যোধপুর মহানগরে পুরুষ ৭, মহিলা ২, যোধপুর জেলায় পুরুষ ৪, মহিলা ১, বিধবা ১, করৌলিতে পুরুষ ১৫, মহিলা ৬, বিধবা ২, কোটায় পুরুষ ৩১, মহিলা ১১, বিধবা ১, বিবাহবিচ্ছিন্না ১, আজমিরে পুরুষ ৮৩, মহিলা ৩৩, বিধবা ২, মেড়তায় পুরুষ ৩০, মহিলা ৮, বিধবা ৩, বিবাহবিচ্ছিন্না ১, পালিতে পুরুষ ১৮, মহিলা ৫, বিধবা ২, রাজসমন্দে পুরুষ ২২, মহিলা ৬, বিধবা ২, বিবাহবিচ্ছিন্না ১, সবাইমাধোপুরে পুরুষ ২১, মহিলা ৭, বিধবা ২, বিবাহবিচ্ছিন্না ১, সীকরে পুরুষ ২৭, মহিলা ৭, বিধবা ৩, বিবাহবিচ্ছিন্না ১, সিহোরিতে পুরুষ ২৩, মহিলা ৯, গঙ্গানগরে পুরুষ ৪৭, মহিলা ১৪, বিধবা ৫, বিবাহবিচ্ছিন্না ১, ঢোঙ্কে পুরুষ ২২, মহিলা ৬, বিধবা ২, বিবাহবিচ্ছিন্না ১, উদয়পুরে পুরুষ ৪৪, মহিলা ১২, বিধবা ৪, বিবাহবিচ্ছিন্না ১)।

Advertisement

যোগ্যতা, বয়স: অন্তত মাধ্যমিক/সমতুল পাশ, দেবনাগরী অক্ষরে লিখিত হিন্দির ব্যবহারিক জ্ঞান ও রাজস্থানের সংস্কৃতি সম্বন্ধে জ্ঞান থাকা দরকার। বয়স হতে হবে ১-১-২০১৯ তারিখে অন্তত ১৮ বছর, কিন্তু ৩৫ বছর যেন না হয়। শারীরিক ভাবেও এই পদে কাজের সক্ষমতা থাকতে হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: যোগ্যতা নির্ণয় হবে মাধ্যমিক/সমতুল পরীক্ষায় পাওয়া নম্বরের মাধ্যমে। চূড়ান্তভাবে নির্বাচিত হলে প্রথমে ২ বছর প্রবেশন, তখন পারিশ্রমিক মাসে মোট ১২,৪০০ টাকা। প্রবেশনের পর চাকরি পাকা হলে শুরুতে মোট ১৭,৭০০ টাকা।

আবেদনের পদ্ধতি, ফি: আবেদন করতে হবে অনলাইনে http://sso.rajastan.gov.in ওয়েবসাইটের রিক্রুটমেন্ট পোর্টালের মাধ্যমে। ৩১ মার্চ ২০১৮ রাত ১১-৫৯-এর মধ্যে। ওয়েবসাইটে দেওয়া নির্দেশমতো আবেদন করতে হবে। নিজের মোবাইল নম্বর ও ইমেল আইডি তৈরি রাখতে হবে আর আপলোড করার জন্য পাসপোর্ট মাপের এখনকার ফটো ও সই স্ক্যান কারে রাখতে হবে (ফটো ৫০-১০০ কেবি, সই ২০-৫০ কেবি)। মাধ্যমিক/সমতুল পরীক্ষার মার্কশিটেরও স্ক্যান করে রাখতে হবে আপলোড করার জন্য। আবেদনের ফি ১০০ টাকা, দিতে হবে নেটব্যাঙ্কিং/ডেবিট/ক্রেডিট কার্ড-এর মাধ্যমে।

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.05.2024 - 19:04:14
Privacy-Data & cookie usage: