রাজ্যের জীবিকা নির্বাহ মিশনে চুক্তিভিত্তিক ১৬

789
0
Murshidabad Job, West Bengal Government Jobs,

ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশনের জন্য আনন্দধারা রাজ্য অফিসে একাধিক পদে চুক্তি ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– 1160/WBSRLM/Estt/4E-283/2016, Dated 15/11/2019.

শূন্যপদ কনসালট্যান্ট (মার্কেটিং ও প্রোডাক্ট চেইন ডেভেলপমেন্ট ) ১, কনসালট্যান্ট (নন-ফার্ম লাইভলিহুড) ১, ডেটা অ্যানালিস্ট ১, ইয়ং প্রফেশনাল (ফার্ম লাইভলিহুড) ২, ইয়ং  প্রফেশনাল (নন ফার্ম লাইভলিহুড) ২, ইয়ং প্রফেশনাল (জেনারেল) ১, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার ১, ব্লক প্রজেক্ট ম্যানেজার ৫, ব্লক প্রোগ্রাম ম্যানেজার ২ পদ রয়েছে।

যোগ্যতা ও অভিজ্ঞতা (অভিজ্ঞতার আরও খুঁটিনাটি জানা যাবে ওয়েবসাইটে)

কনসালট্যান্ট (মার্কেটিং ও প্রোডাক্ট চেইন ডেভেলপমেন্ট ): এমবিএ (মার্কেটিং অগ্রাধিকার ), ৫ বছরের সেলস/মার্কেটিং সাপোর্টের কাজের অভিজ্ঞতা, বাংলা ও ইংরেজিতে ভালো কমিউনিকেশন স্কিল, এমএস অফিস সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। ব্র্যান্ডিং-প্যাকেজিংয়ের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করার দক্ষতা থাকা চাই। মাসে ১৫-১৬ দিন ব্যাপক ঘোরাঘুরি করতে হবে। পারিশ্রমিক মাসিক ৬০ হাজার টাকা।

কনসালট্যান্ট (নন-ফার্ম লাইভলিহুড): ফিন্যান্স/রুরাল ম্যানেজমেন্ট /মার্কেটিং/সাপ্লাই চেন ম্যানেজমেন্ট নিয়ে এমবিএ। অথবা সিএ/ আইসিডব্লুএ। ৪ বছর কাজের অভিজ্ঞতা, প্রোজেক্ট ম্যানেজমেন্ট ও বিজনেস ম্যানেজিং-এ অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে ভালো কমিউনিকেশন স্কিল, এমএস অফিস সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। পারিশ্রমিক মাসিক ৫০ হাজার টাকা।

ডেটা অ্যানালিস্ট – ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ম্যানেজমেন্ট বা স্ট্যাটিস্টিক্স নিয়ে স্নাতক। রিপোর্টিং প্যাকেজে চমৎকার দখল, স্ট্যাটিস্টিক্স ও স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজের জ্ঞান, এম অ্যান্ড ই অ্যানালিসিস নিয়ে ৩ বছর কাজের প্রমাণিত অভিজ্ঞতা। ডেটা মডেল, ডেটা বেস ডিজাইন-এ কাজের অভিজ্ঞতা, ভালো অ্যানালিটিক্যাল স্কিল, বাংলা ও ইংরেজিতে ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে।  পারিশ্রমিক মাসিক ৫০ হাজার টাকা।

ইয়ং প্রফেশনাল (ফার্ম লাইভলিহুড): রুরাল ম্যানেজমেন্ট/রুরাল মার্কেটিং/রুরাল ডেভেলপমেন্ট/সোশ্যাল ওয়েলফেয়ার/ এগ্রি-বিজনেস ম্যানেজেমেন্ট/ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি, ফার্ম লাইভলিহুড প্রমোশনে ০-২ বছরের লাইভলিহুড প্রমোশনের অভিজ্ঞতা, বাংলা ও ইংরেজিতে ভালো কমিউনিকেশন স্কিল, এমএস অফিস সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। পারিশ্রমিক মাসিক ৪০ হাজার টাকা।

ইয়ং প্রফেশনাল (নন ফার্ম লাইভলিহুড): এমবিএ বা রুরাল ম্যানেজমেন্ট/রুরাল মার্কেটিং/রুরাল ডেভেলপমেন্ট/সোশ্যাল ওয়েলফেয়ার/ এগ্রি-বিজনেস ম্যানেজেমেন্ট/ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন, ফার্ম লাইভলিহুড প্রমোশনে ০-২ বছরের লাইভলিহুড প্রমোশনের অভিজ্ঞতা, বাংলা ও ইংরেজিতে ভালো কমিউনিকেশন স্কিল, এমএস অফিস সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। পারিশ্রমিক মাসিক ৪০ হাজার টাকা।

ইয়ং প্রফেশনাল (জেনারেল): রুরাল ম্যানেজমেন্ট/রুরাল মার্কেটিং/রুরাল ডেভেলপমেন্ট/সোশ্যাল ওয়েলফেয়ার/ এগ্রি-বিজনেস ম্যানেজেমেন্ট/ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন, ফার্ম লাইভলিহুড প্রমোশনে ০-২ বছরের রুরাল ডেভেলপমেন্ট সেক্টরে অভিজ্ঞতা, বাংলা ও ইংরেজিতে ভালো কমিউনিকেশন স্কিল, এমএস অফিস সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। পারিশ্রমিক মাসিক ৪০ হাজার টাকা।

ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার: রুরাল ম্যানেজমেন্ট/রুরাল মার্কেটিং/রুরাল ডেভেলপমেন্ট/সোশ্যাল ওয়েলফেয়ার/ এগ্রি-বিজনেস ম্যানেজেমেন্ট/ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা। ইংরেজি, বাংলা ও হিন্দিতে ভালো কমিউনিকেশন স্কিল। পারিশ্রমিক মাসিক ৩৫ হাজার টাকা।

ব্লক প্রজেক্ট ম্যানেজার: রুরাল ম্যানেজমেন্ট/রুরাল মার্কেটিং/রুরাল ডেভেলপমেন্ট/সোশ্যাল ওয়েলফেয়ার/ এগ্রি-বিজনেস ম্যানেজেমেন্ট/ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা। পারিশ্রমিক মাসিক ৩৫ হাজার টাকা।

ব্লক প্রোগ্রাম ম্যানেজার: দ্বাদশ শ্রেণিতে অঙ্ক সহ যে-কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর এবং ২ বছরের অভিজ্ঞতা লাগবে। পারিশ্রমিক মাসিক ২৫ হাজার টাকা।

আবেদন অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০১৯।

আবেদনের জন্য ওয়েবসাইট: http://wbprd.gov.in/ProtectedPage/onlineExamRegistration.aspx

বিস্তারিত বিজ্ঞপ্তির লিঙ্ক:  http://wbprd.gov.in/ProtectedPage/Recruitment.aspx