এরাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের জন্য আবেদন করা যাবে আগামী ২৬ ডিসেম্বর থেকে, চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এরকমই জানানো হয়েছে। ফর্ম পূরণে কোনো-কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা যাবে ২৩ থেকে ২৫ জানুয়ারির মধ্যে। পরীক্ষার তারিখ অবশ্য এখনই বলা যাচ্ছে না। প্রতি বছর সাধারণত এপ্রিলে এই পরীক্ষা হলেও ২০১৯-এ তা ২১ মে হবে বলে ঠিক হয়, কিন্তু সে সময় লোকসভা নির্বাচন হবার সম্ভাবনা থাকায় তারিখ বদলে ১৯ মে করা হয়। তাতেও দেখা যায়, ১৯ মে জয়েন্ট এন্ট্রান্স (অ্যাডভান্সড) পরীক্ষা হবে বলে ঘোষিত হয়ে আছে। তাই রাজ্য বোর্ডের পরীক্ষাও ওইদিন নেওয়া যাবে না। রাজ্য বোর্ডের পরীক্ষার তারিখ পরে ঘোষিত হবে।