Site icon জীবিকা দিশারী

রাজ্যের তিনটি বিএড কলেজের অনুমোদন বাতিল

Panchokot College

২০১৯-২০ শিক্ষাবর্ষের জন্য আমাদের রাজ্যের কিছু বিএড কলেজের অনুমোদন বাতিল করল এনসিটিই।
পরিকাঠামোগত সমস্যা ও পর্যাপ্ত শিক্ষকের অভাব সহ একাধিক কারণে রাজ্যের তিনটি সরকারি বিএড কলেজ ও কিছু বেসরকারি কলেজের অনুমোদন পরবর্তী শিক্ষাবর্ষের জন্য বাতিল করা হয়েছে এনসিটিইর ১৭০তম সভায়। কলেজগুলি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব টিচার্স ট্রেনিং এডুকেশন অ্যান্ড প্ল্যানিংয়ের অনুমোদিত। সরকারি কলেজগুলি হল: শিমুরালি শচীনন্দন কলেজ অব এডুকেশন, নিউ ব্যারাকপুরের গোপাল চন্দ্র মেমোরিয়াল কলেজে অব এডুকেশন, চুঁচুড়ার ফিজিক্যাল এডুকেশন কলেজ ফর গার্লস। এই তিনটি কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিএড পাঠক্রমের অনুমোদন বাতিল করা হয়েছে।
অধিকাংশ ক্ষেত্রেই পর্যাপ্ত শিক্ষকের অভাব, কোনো ক্ষেত্রে বাস্তুকার শংসাপত্র নেই, পরিকাঠামোর অভাব এরকম নানান বিষয়ের জন্য এই বছরের অনুমোদন বাতিল। স্বাবাভিকভাবেই সমস্যায় পড়েছেন সংশ্লিট ছাত্র-ছাত্রীরা।

Exit mobile version