রাজ্যের পলিটেকনিকগুলিতে ১৮০ শিক্ষক, শিক্ষাকর্মী

schedule
2017-12-08 | 11:43h
update
2017-12-16 | 06:44h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

রাজ্যের বিভিন্ন সরকারি পলিটেকনিক কলেজে চুক্তির ভিত্তিতে ১৮০ জন লেকচারার, ইনস্ট্রাক্টর, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ও লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে, ৪টি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারেন।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের শূন্যপদ: ক্রমিক সংখ্যা ১: সিভিল ইঞ্জিনিয়ারিং: ৮। ক্রমিক সংখ্যা ২: কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি: ১। ক্রমিক সংখ্যা ৩: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৮। ক্রমিক সংখ্যা ৪: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১০। ক্রমিক সংখ্যা ৫: ফিজিক্স: ৯। ক্রমিক সংখ্যা ৬: কেমিস্ট্রি: ৯।

পলিটেকনিক অনুযায়ী লোয়ার ডিভিশন ক্লার্কের শূন্যপদ: ক্রমিক সংখ্যা ১: তেহট্ট গভর্নমেন্ট পলিটেকনিক: ১। ক্রমিক সংখ্যা ২: রানাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক: ১। ক্রমিক সংখ্যা ৩: গয়েশপুর গভর্নমেন্ট পলিটেকনিক: ১। ক্রমিক সংখ্যা ৪: রঘুনাথপুর গভর্নমেন্ট পলিটেকনিক: ১। ক্রমিক সংখ্যা ৫: রায়গঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক: ১। ক্রমিক সংখ্যা ৬: রায়পুর গভর্নমেন্ট পলিটেকনিক: ১। ক্রমিক সংখ্যা ৭: হিলি গভর্নমেন্ট পলিটেকনিক: ১। ক্রমিক সংখ্যা ৮: মেদিনীপুর সদর গভর্নমেন্ট পিলটেকনিক: ১। ক্রমিক সংখ্যা ৯: ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিক: ১।

ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের শূন্যপদ: মোট শূন্যপদ ৩৬। ক্রমিক সংখ্যা ১: অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ১। ক্রমিক সংখ্যা ২: সিভিল ইঞ্জিনিায়রিং: শূন্যপদ ৫। ক্রমিক সংখ্যা ৩: কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি: শূন্যপদ ১। ক্রমিক সংখ্যা ৪: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ৯। ক্রমিক সংখ্যা ৫: ফুটউয়্যার মেশিন শপ: শূন্যপদ ১। ক্রমিক সংখ্যা ৬: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (মেশিন শপ): শূন্যপদ ৮। ক্রমিক সংখ্যা ৭: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ফিটিং): শূন্যপদ ১। ক্রমিক সংখ্যা ৮: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (কার্পেন্টরি): শূন্যপদ ২। ক্রমিক সংখ্যা ৯: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ওয়েল্ডিং): শূন্যপদ ৮।

লেকচারারের শূন্যপদ: মোট শূন্যপদ ৯০। ক্রমিক সংখ্যা ১: অটোমোবাইল ইঞ্জিনিায়ারিং: শূন্যপদ ২। ক্রমিক সংখ্যা ২: সিভিল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ১৪। ক্রমিক সংখ্যা ৩: কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি: শূন্যপদ ২। ক্রমিক সংখ্যা ৪: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়রিং: শূন্যপদ ১৬। ক্রমিক সংখ্যা ৫: ফুটউয়্যার ম্যানুফ্যাকচারিং: শূন্যপদ ২। ক্রমিক সংখ্যা ৬: কেমিস্ট্রি: শূন্যপদ ৯। ক্রমিক সংখ্যা ৭: হিউম্যানিটিজ: শূন্যপদ ৯। ক্রমিক সংখ্যা ৮: ম্যাথমেটিক্স: শূন্যপদ ৯। ক্রমিক সংখ্যা ৯: ফিজিক্স: শূন্যপদ ৯। ক্রমিক সংখ্যা ১০: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ১৬। ক্রমিক সংখ্যা ১১: সার্ভে ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ২।

যোগ্যতা:

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: (১) সিভিল ইঞ্জিনিয়ারিং: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্বীকৃত ডিপ্লোমা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি: কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্বীকৃত ডিপ্লোমা। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্বীকৃত ডিপ্লোমা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্বীকৃত ডিপ্লোমা। ফিজিক্স: ফিজিক্স একটি বিষয় সহ সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি। কেমিস্ট্রি: কেমিস্ট্রি একটি বিষয় সহ সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি।

লোয়ার ডিভিশন ক্লার্ক: পশ্চিম বঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক/সমতুল পাশ, সঙ্গে কোনো নামী প্রতিষ্ঠান থেকে অন্তত ৬ মাসের কম্পিউটার ট্রেনিংয়ে কম্পিউটার চালানোর প্রাথমিক জ্ঞান সহ কম্পিউটারে মিনিটে অন্তত ৩৫টি ইংরেজি ও ২৫টি বাংলা শব্দ টাইপ করার গতি।

ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর: অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং: ১) ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক বা সমতুল পাশ। ২) ডিরেক্টর জেনারেল অব এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক (মোটর ভিকল) ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অজর্নের পর অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর অন্তত তিন বছরের অভিজ্ঞতা অথবা বোর্ড বেসড বেসিক ট্রেনিংয়ে অটোমোবাইল সেক্টরে অ্যাডভান্স মডিউলে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট সঙ্গে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা। সিভিল ইঞ্জিনিয়ারিং: ১) মাধ্যমিক বা সমতুল পাশ। ২) ডিরেক্টর জেনারেল অব এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং স্বীকৃত ড্রাফটসম্যান (সিভিল) ইঞ্জিনিয়ারিং/ সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং/ সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর অন্তত তিন বছরের অভিজ্ঞতা অথবা বোর্ড বেসড বেসিক ট্রেনিংয়ে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট সঙ্গে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ কনস্ট্রাকশন অ্যান্ড উড ওয়ার্কিংয়ে অ্যাডভ্যান্স মডিউল। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি: ১) মাধ্যমিক পাশ বা সমতুল। ২) ভারতর সরকারের ডিরেক্টর জেনারেল অব এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিংয়ে স্বীকৃত কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট। অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ডিপ্লোমা এবং শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর অন্তত তিন বছরের অভিজ্ঞতা। অথবা ডোয়েক-এ লেভেল সার্টিফিকেট সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর অন্তত তিন বছরের অভিজ্ঞতা। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১) মাধ্যমিক বা সমতুল পাশ। ২) ভারত সরকারের ডিরেক্টর জেনারেল অব এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং স্বীকৃত ইলেক্ট্রিশিয়ান ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর অন্তত তিন বছরের অভিজ্ঞতা। অথবা বোর্ড বেসড বেসিক ট্রেনিংয়ে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট সঙ্গে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ইলেক্ট্রিক্যাল সেক্টরে অ্যাডভ্যান্স মডিউল। ফুটউয়্যার মেশিন শপ: ১) মাধ্যমিক বা সমতুল। ২) ভারত সরকারের ডিরেক্টর জেনারেল অব এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে ফুটউয়্যার ট্রেড বা লেদার গুডস মেকার ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর অন্তত তিন বছরের অভিজ্ঞতা।অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফুটউয়্যার টেকনোলজিতে ডিপ্লোমা এবং শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর অন্তত তিন বছরের অভিজ্ঞতা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (মেশিন শপ): ১) মাধ্যমিক বা সমতুল। ২) ভারত সরকারের ডিরেক্টর জেনারেল অব এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে মেশিনিস্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা। অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে অন্তত তিন বছরের অভিজ্ঞতা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ফিটিং): ১) মাধ্যমিক বা সমতুল। ২) ভারত সরকারের ডিরেক্টর জেনারেল অব এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে ফিটার ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা। অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর অন্তত তিন বছরের অভিজ্ঞতা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (কার্পেন্ট্রি): ১) মাধ্যমিক বা সমতুল। ২) ভারত সরকারের ডিরেক্টর জেনারেল অব এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে কার্পেন্ট্রি থেকে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা। অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর অন্তত তিন বছরের অভিজ্ঞতা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ওয়েল্ডিং): ১) মাধ্যমিক বা সমতুল। ২) ভারত সরকারের ডিরেক্টর জেনারেল অব এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে ওয়েল্ডার ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা। অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেটালার্জি ইঞ্জিনিয়ারিং বা মেটালার্জিতে ডিপ্লোমা সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর অন্তত তিন বছরের অভিজ্ঞতা।

Advertisement

লেকচারার: অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি। সিভিল ইঞ্জিনিয়ারিং: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি। ফুটউয়্যার ম্যানুফ্যাকচারিং: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে লেদার ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি। কেমিস্ট্রি: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাসে মাস্টার ডিগ্রি। হিউম্যানিটিজ: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্স বা ইংলিশ বা কমার্সে ফার্স্ট ক্লাসে মাস্টার ডিগ্রি। ম্যাথমেটিক্স: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি। ফিজিক্স: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি। সার্ভে ইঞ্জিনিয়ারিং: সার্ভে ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি।

বয়সসীমা: ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ও লেকচারার পদের ক্ষেত্রে ১ জানুয়ারি ২০১৭ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পারিশ্রমিক: ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে প্রতি মাসে ৮,৩০০ টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে ৮,০০০ টাকা। ওয়াকর্শপ অ্যাসিস্ট্যান্ট প্রতি মাসে ১০,৭০০ টাকা। লেকচারার ২১,০০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে লেখা পরীক্ষা ও প্র্যাক্টিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষায় মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে অঙ্ক, ইংরেজি, জেনারেল নলেজ ও টেকনিক্যাল বিষয়ের উপর। প্র্যাক্টিক্যাল পরীক্ষা সরকারি পলিটেকনিকের ওয়ার্কশপ/ ল্যাবরেটরিতে হবে। লেখা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্র্যাক্টিক্যাল পরীক্ষা/ ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

লোয়ার ডিভিশন ক্লার্ক পদে লেখা পরীক্ষা ও ইন্টারিভউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষায় মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে ম্যাথমেটিক্স, ইংরাজি ও জেনারেল নলেজের উপর। লেখা পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারিভউয়ের জন্য ডাকা হবে। ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ও লেকচারার পদের প্রার্থী বাছাই সম্পর্কে বিস্তারিত  জানা যাবে ওয়েবসাইট থেকে।

আবেদনের পদ্ধতি: http://recruitment.webscte.co.in ওয়েব পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইনে পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স পাঠাতে হবে The Commissioner, Technical Education Training & Skill Development Department, Government of West bengal, Karigori Bhaban, 3rd Floor, Plot No. B/7, Action Area-III, New Town, Rajarhat, Kolkata- 700160 ঠিকানায়। আবেদনের প্রিন্ট-আউট ও অন্যান্য নথি পাঠাতে হবে ১৯ ডিসেম্বর ২০১৭ বিকেল ৫টার মধ্যে। খামের উপরে লিখতে হবে ‘Application for the post of Laboratory Assistant/LDC/Lecturer/Workshop Instructors….. on Contractual basis in the discipline……’ লেখা পরীক্ষার তারিখ ও লেখা পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করার তারিখ সময়মতো ওয়েবসাইট থেকে জানা যাবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্যও জানা যাবে উপরোক্ত লিঙ্কে।

 

 

 

 

 

 

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2024 - 06:03:48
Privacy-Data & cookie usage: