রাজ্যের এলডিএ/এলডিসি পরীক্ষা উত্তীর্ণদের টাইপ টেস্ট

702
0
Folafal Final Pic

রাজ্যের পূর্বতন স্টাফ সিলেকশন কমিশনের আয়োজিত ২০১৫-১৬ সালের এলডিএ/এলসিএ রিক্রুটমেন্ট এগজামিনেশন (ADVT. NO. 06/WBSSC/2015 DT. 27/11/15 & 05/WBSSC/2016 DT. 02/03/16)-এ উত্তীর্ণ প্রার্থীদের টাইপ টেস্ট (কম্পিউটারে) নেবে পশ্চিম বঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। ১০ মিনিটের এই টাইপ টেস্ট হবে আগামী ২৪-২৫ জুলাই, কয়েকটি ব্যাচে ভাগ করে। টাইপটেস্টের জন্য মোট ১৮০০ প্রার্থীর তালিকা প্রকাশিত হয়েছে। পিএসসির এক বিজ্ঞপ্তিতে (No.A-57-P.S.C.(A) Dated, the 18th July,2018) একথা জানানো হয়েছে। পরীক্ষার স্থান: “PAREEKSHA” ONLINE EXAMINATION CENTRE : UPTC-BF-01, UPOHAR TOWN CENTRE, NEW GARIA, KOLKATA-700094 (NEAREST METRO STATION-KAVI SUBHASH, NEAREST RAILWAY STATION-NEW GARIA).

কাদের কবে কখন টাইপ টেস্ট হবে, কখন রিপোর্টিং করতে হবে তা জানা যাবে এই লিঙ্কে ক্লিক করে: https://www.pscwbonline.gov.in/docs/2582901

টাইপ টেস্টের জন্য ই-কললেটার ডাউনলোড করে নিতে হবে এই সাইট থেকে: www.pscwbapplication.in