পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি ডিগ্রি কলেজগুলিতে প্রিন্সিপাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– 30/2019.
শূন্যপদ ৩৮টি। এর মধ্যে ১১টি এসসি, ৩টি এসটি, ৪টি ওবিসি-এ, ৩ টি ওবিসি-বি এবং ২টি পিডব্লুডির জন্য সংরক্ষিত।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫৫% নম্বর সহ মাস্টার ডিগ্রি, সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি, এবং শিক্ষকতা/গবেষণা/প্রশাসনিক ক্ষেত্রে প্রফেসর/অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। এর পাশাপাশি পিবিএএস অনুযায়ী এপিআইতে নূন্যতম স্কোর থাকা প্রয়োজন।
বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী ৪০ থেকে ৫৫ বছর।
বেতনক্রম: ৩৭৪০০-৬৭০০০ + গ্রেড পে ১০০০০ টাকা।
আবেদন ফি: এই পদের জন্য আবেদন ফি লাগবে ২৫০ টাকা। এর সঙ্গে কনভেনিয়েন্স ফি বা সার্ভিস চার্জ নেওয়া হবে।
আবেদন: আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ হবে। অনলাইনে ২৪ তারিখ পর্যন্তই আবেদন ফি নেওয়া হবে। অফলাইনে ইউবিআইয়ের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৬ ডিসেম্বর, ২০১৯।
অনলাইন আবেদন লিঙ্ক: www.pscwbapplication.in
সংরক্ষিত পদগুলির জন্য যোগ্যতা, বয়সসীমা ইত্যদিতে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তিতে, এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2726391
Principal, PSC Exam