রাজ্যে আরও পাঁচটি সরকারি নার্সিং স্কুল, প্রশিক্ষণ বিদেশি সহযোগিতায়

schedule
2018-06-04 | 12:19h
update
2018-06-04 | 12:19h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

রাজ্যে প্রয়োজনের তুলনায় প্রশক্ষিত নার্স যথেষ্ট পরিমাণে নেই সরকারি হাসপাতালগুলিতেও। বর্তমানে রাজ্যে ৩৯টি নার্সিং স্কুল রয়েছে। তার সঙ্গে আরও ৫টি নতুন নার্সিং স্কুল যোগ হবে। বাড়ানো হবে ৯৬০টি আসন। বর্তমানে রাজ্য সরকারের নার্সিং স্কুলগুলিতে ২১৭৫ জনকে নার্সিং প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। রয়েছে ১০টি নার্সিং কলেজও। বর্তমানে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে মোট চিকিৎসকের সংখ্যা ৩০০০ আর কর্মরত নার্স রয়েছেন ৬১০০ জন। দিন-দিন স্বাস্থ্য পরিষেবায় আরও অনেক বেশি করে চিকিৎসক ও নার্সের প্রয়োজন হয়ে পড়ছে। সেই অভাব মেটাতেই স্বাস্থ্য দফতরের এই উদ্যোগ। সেই সঙ্গে রাজ্য স্বাস্থ্য দফতর ব্রিটেনের হেলথ কেয়ার বিজনেস সলিউশন-এর সঙ্গে যৌথ উদ্যোগে একটি সুগঠিত নার্সিং ওয়ার্কশপ করারও সিদ্ধান্ত নিয়েছে। বলা হয়েছে, সেখানে বিদেশি ধাঁচে আরও আধুনিক পদ্ধতিতে নার্সিং প্রশিক্ষণ দেওয়া হবে নার্সদের। এ ব্যাপারে তাদের সঙ্গে একটি মউও হয়েছে বলে জানিয়েছেন রাজ্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার রুস বাকলেন সহ আরও অনেকে। রাজ্যে শিশু মৃত্যুর হার কমাতে এবং সদ্যোজাতদের সঠিকভাব যত্নে দেখভালের জন্য ১৫ কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা স্কিল ল্যাবরেটরিগুলিকেও আরও আধুনিক করে তোলার প্রয়াসও নেওয়া হয়েছে। যেখানে প্রয়োজন শিশু সুরক্ষায় উপযুক্ত প্রশিক্ষিত নার্সই।

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.04.2024 - 04:30:17
Privacy-Data & cookie usage: