রাজ্যে পূর্বতন স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় এলডিএ/এলডিসির সফল প্রার্থীদের আরও তালিকা

699
0
PSC, West Bengal Public Service Commission, PSC Exam

রাজ্যের পূর্বতন স্টাফ সিলেকশন কমিশন পরিচালিত ২০১৫-১৬ সালের এলডিএ/এলডিসি নিয়োগ পরীক্ষার যে ফল রাজ্য পিএসসি ইতিমধ্যে গত সেপ্টেম্বরে প্রকাশ করেছিল (MEMO. NO.A-112-PSC(A) DT.04.09.2018), তার সঙ্গে আরও কিছু সফল প্রার্থীর তালিকা প্রকাশ করেছে ১৫ ফেব্রুয়ারির এক বিজ্ঞপ্তি মারফৎ (No.: A-9-P.S.C.(A) Dated: The15thFebruary,2019)।

রাজ্যের আঞ্চলিক শূন্যপদগুলি পূরণের জন্য এই সংযোজিত তালিকাভুক্ত প্রার্থীদের নাম সুপারিশ করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিশনের তরফ থেকে প্রার্থীদের আলাদা করে কোনো চিঠি দিয়ে জানানো হবে না।

এই সংযোজনী ফলের তালিকা দেখা যাবে এই লিঙ্কে:  http://pscwbapplication.in/pdf19/RECRUITMENT-LDA-LDC-RECTT-EXAM.pdf