ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে ১২৪৭ জন মেডিকেল অফিসার (স্পেশ্যালিস্ট) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর– R/MO(Sp)/60(01)/1/2018
শূন্যপদ—
জেনারেল মেডিসিন ১৫৬ (অসংরক্ষিত ৮০, এসসি ৩৫, এসটি ১১, ওবিসি-এ ১৫, ওবিসি-বি ১১, পিডব্লুডি ৪)
জেনারেল সার্জারি ১৬৫ (অসংরক্ষিত ৮৪, এসসি ৩৬, এসটি ১১, ওবিসি-এ ১৮, ওবিসি-বি ১২, পিডব্লুডি ৪)
গাইনি অ্যান্ড অবস্টেঃ ৮৬ (অসংরক্ষিত ২৬, এসসি ২০, এসটি ৮, ওবিসি-এ ১৯, ওবিসি-বি ১১, পিডব্লুডি ২)
অ্যানাস্থেশিয়া ২১০ (অসংরক্ষিত ১০৪, এসসি ৪৮, এসটি ১৪, ওবিসি-এ ২২, ওবিসি-বি ১৬, পিডব্লুডি ৬)
অপথ্যালমোলজি ৮৭ (অসংরক্ষিত ৩৭, এসসি ২০, এসটি ৭, ওবিসি-এ ১২, ওবিসি-বি ৮, পিডব্লুডি ৩)
অটোরাইনল্যারিংওলোজি ৮৮ (অসংরক্ষিত ৩৭, এসসি ২২, এসটি ৭, ওবিসি-এ ১১, ওবিসি-বি ৮, পিডব্লুডি ৩)
ডার্মেটোলোজি ৩ (অসংরক্ষিত ১, এসটি ১, ওবিসি-এ ১)
প্যাথলজি ৩৭ (অসংরক্ষিত ৯, এসসি ১২, এসটি ৪, ওবিসি-এ ৬, ওবিসি-বি ৫, পিডব্লুডি ১)
বায়ো–কেমিস্ট্রি ৫৭ (অসংরক্ষিত ২৭, এসসি ১২, এসটি ৪, ওবিসি-এ ৭, ওবিসি-বি ৫, পিডব্লুডি ২)
মাইক্রো–বায়োলজি ২ (এসসি ১, এসটি ১),
পেডিয়াট্রিক মেডিসিন ১২৭ (অসংরক্ষিত ৬৩, এসসি ২৬, এসটি ৯, ওবিসি-এ ১৫, ওবিসি-বি ৯, পিডব্লুডি ৫)
অর্থোপেডিয়াক সার্জারি ৯৭ (অসংরক্ষিত ৪৮, এসসি ২১, এসটি ৬, ওবিসি-এ ১০, ওবিসি-বি ৮, পিডব্লুডি ৪),
অনকোলজি ৬ (এসসি ৩, এসটি ১, ওবিসি-বি ১, পিডব্লুডি ১)
রেডিও–ডায়াগনোসিস ১০৩ (অসংরক্ষিত ৫৫, এসসি ২২, এসটি ৬, ওবিসি-এ ১০, ওবিসি-বি ৭, পিডব্লুডি ৩)
সাইকিঅ্যাট্রি ২ (এসসি ১, ওবিসি-বি ১),
মেডিকোলিগ্যাল ২১ (অসংরক্ষিত ৮, এসসি ৪, এসটি ২, ওবিসি-এ ৩, ওবিসি-বি ৩, পিডব্লুডি ১)
আগামী ১০ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, চলবে ১৭ জানুয়ারি, ২০১৯ পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতনক্রম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যও তখন বিস্তারিত জানানো হবে। তখন জীবিকা দিশারীর এই পোর্টালেও অবশ্যই আপডেট দেওয়া হবে।
অনলাইনে এই সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি দেখে নেওয়ার লিঙ্ক: http://www.wbhrb.in/