রাজ্যে ১৪৫২ জন ফায়ার অপারেটর নিয়োগ

1368
1
PSC FIRE OPERATOR ADMIT CARD

পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে ১৪৫২ জন ফায়ার অপারেটর নিয়োগ করা হতে চলেছে। রাজ্য সরকারের ফায়ার ও এমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্টের অধীনে আফার অপারেটর নেওয়া হবে। বিজ্ঞপ্তি নম্বর – 15/2018

শূন্যপদ: ১৪৫২ টি পদ।  অসংরক্ষিত – ৭০৭, এসসি – ৩০৯, এসটি – ৯৩, ওবিসি-এ ১৫৭, ওবিসি-বি – ৭৪, এক্স-সার্ভিসম্যান -৮০, এমএসপি – ৩২।

আবেদন : এই পদে অনলাইন আবেদন আগামী ১৩ জুন, ২০১৮ তারিখ থেকে শুরু হবে। অনলাইনে আবেদন করা ও আবেদন  ফি জমা দেওয়া হবে ৩ জুলাই, ২০১৮ পর্যন্ত।  অফলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে ৪ জুলাই, ২০১৮ তারিখ।

এই পদের জন্য শিখ্যাগত যোগ্যতা, বয়সসীমা, পে স্কেল সম্বন্ধে বিস্তারিত তথ্য ও বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হবে। বিস্তারিত তথ্য জানা গেলে তৎক্ষণাৎ আমাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি:https://jibikadishari.co.in/?p=5662