রাজ্যে ২০০০ বন সহায়ক নিয়োগ, এইট পাশ যোগ্যতায়

13217
0
Central Govt Job, Government Job, Group C Job, Central Government Recruitment

পশ্চিমবঙ্গে ২০০০ জন বন সহায়ক নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে৷ নোটিফিকেশন নম্বর: 828-For/FR/O/N/18R-02/2018. আপাতত এক বছরের চুক্তিতে নিয়োগ, পরবর্তীকালে প্রয়োজন হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে৷

পারিশ্রমিক: প্রতি মাসে ১০০০০ টাকা৷

যোগ্যতা: কোনো স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি পাশ এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বাংলা লিখতে ও পড়তে জানতে হবে৷

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে (জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৮০ থেকে ৩১ ডিসেম্বর ২০০১-এর মধ্যে)৷ তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যে সমস্ত জায়গায় নিয়োগ হবে সেগুলি হল: প্রেসিডেন্সি ডিভিশন (হাওড়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা), মেদিনীপুর ডিভিশন (বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া), বর্ধমান ডিভিশন (বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি), মালদা ডিভিশন (দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর), জলপাইগুড়ি ডিভিশন (আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং)৷

প্রার্থী বাছাই পদ্ধতি: ইন্টারভিউ ও পার্সোন্যালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ মোট ১০০ নম্বর থাকবে। এইভাবে: বাংলা পড়তে জানা (৩০ নম্বর), বাংলা লেখা (৩০ নম্বর), ইংরেজি বা হিন্দি পড়া (১০ নম্বর), জেনারেল নলেজ ওরাল টেস্ট (২০ নম্বর), পার্সোন্যালিটি ফিটনেস ফর ফরেস্ট্রি ওয়ার্ক (১০ নম্বর)৷

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ সরাসরি http://www.westbengalforest.gov.in/notice/n30-07-2020-02.pdf  লিঙ্কে গিয়ে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে৷

বসবাসের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড/ ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট/ আধার কার্ড/ প্যান কার্ড ও শিক্ষাগত যোগ্যতার স্ব-প্রত্যয়িত নথি সহ পূরণ করা দরখাস্ত পাঠাতে হবে সাধারণ ডাকে বা ক্যুরিয়র সার্ভিসের মাধ্যমে৷

আবেদনকারীর বাসস্থান অনুসারে নিচে দেওয়া তালিকাভুক্ত সংশ্লিষ্ট মুখ্য বনপালের কাছে আবেদন করতে হবে৷ ডিভিশনাল ফরেস্ট অফিসের ড্রপ বাক্সে আবেদনপত্র জমা করতে হবে৷ বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার সাতটি কাজের দিনের মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে, বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে দেওয়া হয়েছে ৩০ জুলাই, সেইমতো আগামী ৫ আগস্টের মধ্যে৷

বীরভূম: O/o DFO Birbhum, Barabagan, P.O. Suri, Dist Birbhum, PIN-731103.

পশ্চিম বর্ধমান: O/o DFO Durgapur, Shastri Avenue, Aranya Pally, Durgapur-713212>

পূর্ব বর্ধমান: O/o DFO Burdwan, Golapbag. P.O. Rajbati. Burdwan-713104.

হাওড়া ও হুগলি: O/o DFO Howrah, Stadium Complex, 1st1st floor, Dalmia Park, 5 M.G. Road, Howrah – 711101.

কলকাতা: O/o DCF URF, 10A Auckland Road, Beside Netaji Indoor Stadium, Eden Gardens, Kolkata 700021

দক্ষিণ ২৪ পরগনা: O/o DFO 24 Parganas South, New Administrative Building, 4th floor, 12, Biplabi Kanai Bhattacharjee Sarani, South Block, Alipore, Kolkata-700027.

উত্তর ২৪ পরগনা: O/o DFO 24 Parganas North, Court Complex, near Titumir Bus Stand, Barasat – 700124.

নদিয়া ও মুর্শিদাবাদ: O/o DFO Nadia and Murshidabad, Anatheswar Road, near BSNL Nakshatra Bhawan, P.O. Krishnagar, Dist. Nadia – 741101

মালদা: O/o DFO Malda, Nazrul Sarani, Mukdumpur, P.O.: Malda Dist, Malda, PIN 732103.

উত্তর ও দক্ষিণ দিনাজপুর: O/o DFO Raiganj, P.O. Karhahjora, Raiganj, Pin-733130.

বাঁকুড়া: O/o DFO Bankura North, Machantala, P.O. & Dist. Bankura, Pin-722101.

পুরুলিয়া: O/o DFOPurulia, Near Purulia Bus Stand, P.O. & Dist. Purulia, West Bengal. Pin-723101.

পূর্ব মেদিনীপুর: O/o DFO Purba Medinipur, Chakkamina, Tamluk Dist. Purba Medinipur. Pin-721636.

পশ্চিম মেদিনীপুর: O/o DFO Medinipur, Michael Madhusudan Nagar, PO & Dist. Paschim Midnapur, PIN 721101.

ঝাড়গ্রাম: O/o DFO Jhargram, Ghoradhora, P.O.: Jhargram Dist.: Paschim Medinipur Pin-721507.

আলিপুরদুয়ার: O/o DFD BTR East, Alipurduar Court, P.O. Alipurduar, Dist. Alipurduar. Pin-736122.

ঝজলপাইগুড়ি: O/o DFO Jalpaiguri, Aranya Bhavan, Hakimpara, Old Court Campus Hakimpara, P.O & Dist. Jalpaiguri, Pin -735 101

কোচবিহার: O/o DFO Jaldapara WL, Nilkuthi P.O. CoochBehar Pin-736101.

দার্জিলিং: O/o DFO Darjeeling, Barakakjhora, D.B. Giri Road, P.O. & Dist. Darjeeling: 734101.

O/o DFO Kurseong, Dowhill, Kurseong, Pin -734204. O/o DFO Baikunthapur, 148 Rashbehari Sarani, Rabindra Nagar, Siliguri-734006.

কালিম্পং: O/o DFO Kalimpong, P.O. Kalimpong, Dist. Darjeeling, Pin-734301.

http://www.westbengalforest.gov.in/notice/n30-07-2020-01.pdf    লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷

 

 

লাইভ টিভি দেখুন:        https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল